বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: এই মুহূর্তে সলমন খানের জীবনের ঝুঁকি আছে তা আমরা সবাই জানি। জানি একাধিক উগ্র সংগঠনের পক্ষ থেকে তাঁকে হুমকি দেওয়া হয়েছে। তৎসত্ত্বেও সলমন খান প্রকাশ্যে এলেন।

 

শনিবার রাতে ভাইপো নির্বাণ খানের জন্মদিনের পার্টিতে দেখা মিলল সলমন খান-সহ একাধিক তারকার। সলমনের বোন অর্পিতা খানের নতুন চালু হওয়া রেস্তোরাঁয় রাখা হয়েছিল এই বার্থ ডে পার্টি। এমনিতেই মৃত্যু হুমকির কারণে নিরাপত্তার ঘেরাটোপে আছেন ভাইজান। তবে তার মাঝেও ব্যক্তিগত সব অনুষ্ঠানেই দেখা যাচ্ছে তাঁকে। এছাড়াও এই পার্টিতে দেখা গেল জ্যাকি শ্রফ, কার্তিক আরিয়ান, ইব্রাহিম খান, অগস্ত্য নন্দা, আরিয়ান খান, সুহানা খান প্রমুখকে। এছাড়াও ছিলেন বিনোদন জগতের অনেক বিশিষ্ট মানুষ। তবে ছিল কড়া নিরাপত্তা।

দেখা যায় অতি সাধারণ পোশাকে সলমনকে। সলমন পরে এসেছিলেন কালো শার্ট ও নীল ডেনিম। কালো শর্ট ড্রেস ও হিল জুতোয় দেখা গিয়েছে সুহানাকে। ইব্রাহিম বেছে নিয়েছিলেন সাদা টি-শার্ট, জ্যাকেট ও ডেনিম। কালো টি-শার্ট, লেদার জ্যাকেট ও ডেনিমে দেখা গেল অগস্ত্য নন্দাকে। আরিয়ান খানকে তাঁর গাড়িতে করে জন্মদিনের ভেন্যুতে আসতে দেখা যায়।
লরেন্স বিষ্ণোই ও তাঁর গ্যাংয়ের তরফ থেকে বিগত এক বছরে একাধিকবার মৃত্যু হুমকি দেওয়া হয়েছে সলমন খানকে। এমনকী, এপ্রিল মাসে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের উপর গুলিও চলে। এখানেই শেষ নয়, সলমন ঘনিষ্ঠ বাবা সিদ্দিকিকে হত্যা করা হয় গুলি করে। তবে এসবের মাঝেই নিরাপত্তায় নিজেকে মুড়ে কাজ করে চলেছেন সলমন। বিগ বসের শ্যুট চলছে। চলতি মাসে ছিলেন দাবাং ট্যুরেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *