বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
হু হু করে নামছে পারদ। মেঘলা সকালের মধ্যে এদিন মরসুমের শীতলতম দিন কলকাতায়। সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে ১২.১ ডিগ্রি সেলসিয়াসে। রবিবার এই তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ২৪ ঘন্টায় তাপমাত্রা নেমেছে ৩ ডিগ্রির বেশি। এর আগে গত ১৩ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াসে।
এদিন রাজ্য জুড়েই তাপমাত্রা কমেছে। তবে মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস দেওয়া হয়েছে। ওই দিন দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টি হতে পারে। বুধবার দক্ষিণবঙ্গের সবকটি জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
সোমবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং ও কালিম্পংয়ের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। তবে এই সময়ের মধ্যে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির কোনও কোনও জায়গায় ঘন কুয়াশা থাকতে পারে। জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাসে।
সোমবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়াও শুকনো থাকবে। তবে পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবারের পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। জেলাগুলির রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।
সোমবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আকাশ অংশত মেঘলা থাকবে। সকালের দিকে কুয়াশা থাকতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২১ ও ১২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি নিচে। রবিবার যা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৫ শতাংশ, সর্বনিম্ন ৬৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টিপাত হয়নি।