বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বরফ পড়ার সাথে সাথে, শৈল শহরে বাড়ছে পর্যটক। দার্জিলিং স্টেশনে পর্যটকদের ভীড় বেড়েই চলেছে। স্টেশনের বাইরে এবং ভিতরে বরফ পড়ছে, আর বাড়ছে উৎসাহী মানুষের ভিড়।
এত লোক আসছে স্টেশনে যে আমরা জায়গা দিতে পারছিনা। জানালেন দার্জিলিং রেল দপ্তরের এক আধিকারিক। তিনি জানালেন শীত পড়ার সাথে সাথে দার্জিলিং এর পর্যটক সংখ্যা বেড়ে তিন গুন হয়ে যায়। মানুষ ঘোরাফেরা করতে থাকে। দার্জিলিং স্টেশনে এবার মানুষ এসেছে রেকর্ড সংখ্যক।স্টেশন দেখতেও প্রচুর উৎসাহী মানুষের লক্ষ্য করা যাচ্ছে। মানুষ শরীরে শহরে এসে, প্রচন্ডভাবে উপভোগ করছেন রেল স্টেশন গুলিকেও। বরফে ঢাকা শহরের মধ্য দিয়ে যাচ্ছে রেল এটাও একটা দুর্দান্ত ছবি হয়ে যাচ্ছে এখানকার পর্যটকদের কাছে। স্টেশনের ভিতরে এবং বাইরে ভিড় প্রচন্ড বেড়েছে, গত দুই থেকে তিন দিনের মধ্য। স্টেশন মাস্টার জানিয়েছেন প্রচন্ড ঠান্ডার মধ্যে এত ভিড় ভাবাই যায় না, এটাও একটা দ্রষ্টব্য স্থলের মত হয়ে আছে। জানালেন তিনি। এবার স্টেশন দেখতে ভীড় করেছেন, বিদেশী রাও। তাই স্টেশনের ভিতরে এবং বাইরে আলাদাভাবে বসবার জায়গা করে দিতে হচ্ছে সাধারন মানুষর জন্য। সব মিলিয়ে দারুন উৎসাহী পর্যটকেরা। পেছন দেখতে, তাও আবার শৈল শহরের স্টেশন বলে কথা।