বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: এবারে বাচ্চাদের স্কুলে ফিরিয়ে আনতে উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার। রাজ্য সরকারের প্রাথমিক স্কুল গুলিতে ছাত্র-ছাত্রীদের উপস্থিতির হার প্রচন্ড খারাপ।
স্কুল থেকে জানানো হয়েছে এইসব ছাত্রছাত্রীদের অভিভাবকেরা একেবারে নিম্নবিত্ত পরিবার থেকে আসেন। তাদের ইচ্ছে থাকে বাচ্চাদের পড়াশোনা করানোর খিদে মেটানোর কিন্তু আর্থিক অনটনের কারণে তারা কিছুই করে উঠতে পারেন না। যাও বা তারা তাঁদের বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে উদ্যোগী হন তাও তাদের মাঝখানে বাধা হয়ে দাঁড়ায় অর্থ। তাই স্কুলে ভর্তি হলেও অধিকাংশ দিনেই তারা অনুপস্থিত থাকেন। তাই এইসব স্কুলছুট বাচ্চাদের পুনরায় স্কুলে নিয়ে আসার তো নিচ্ছে রাজ্য সরকার। যেসব ছাত্রছাত্রীরা একেবারে স্কুলে আসছেন না, তাদের বাড়িতে স্কুলের শিক্ষিকারা যাবেন, এবং কেন আসছেন না জিজ্ঞাসা করবেন। সমাধান থাকলে তা করে দেবেন। এরপরে ওই সব অভিভাবক অভিভাবকদের অনুরোধ করা হবে তারা যাতে তাদের বাচ্চাদের খুলে পাঠান। সমীক্ষায় দেখা গেছে উত্তরবঙ্গের বিভিন্ন স্কুল মানে সরকারি স্কুলের অবস্থা প্রচন্ডভাবে খারাপ। অনটনে অভাবে ঢুকছে এই স্কুলগুলি।
যেখানে কেন্দ্রীয় সরকারের কিছুটা দায়িত্ব নেওয়ার কথা, সেখানে তারাও কিছু করছেন না। মুখ্য দায়িত্ব নিতে হচ্ছে রাজ্য সরকারকে। তাতে অসুবিধা হচ্ছে স্কুলের ছাত্র-ছাত্রী এবং তাদের অভিভাবকদের।