বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: পূর্ব মেদিনীপুর মানেই শুধুই দিঘা বা মন্দারমণি না। পূর্ব মেদিনীপুরে আছে আসাধারণ এমন এক গ্রাম যেখানে গেল আপনি ভুলে যাবেন আপনার সারা বছরের ক্লান্তি। হ্যাঁ আমরা বলছি মনচাষা রিসোর্ট-এর কথা।

 

দিঘা যাওয়ার পথেই গ্রামের ভিতর এই ইকো ট্যুরিজম রিসোর্টটি শহুরে জীবন থেকে মুক্তির স্বাদ দেবে। এই শহরে জীবন থেকে এবার মুক্তি পেতে হলে চলে আসুন পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ২ ব্লকের পাঁউশি গ্রামে। এই গ্রামেই রয়েছে একটি রিসোর্ট। বাগদা নদীর তীরে, গ্রাম্য প্রকৃতির মাঝে এই রিসোর্ট ইকো ট্যুরিজমের আদর্শ উদাহরণ। রিসোর্ট রয়েছে মাটির ও বাঁশের তৈরি ঘরবাড়ি। রিসোর্ট জুড়ে রয়েছে একাধিক ফুল ও ফলের গাছ। এছাড়াও রিসোর্ট ভেতরে রয়েছে বড়পুকুর। দোলনা, খেলার মাঠ, গ্রাম বাংলার বিভিন্ন হারিয়ে যাওয়া জিনিস নিয়ে একটি মিউজিয়াম। মনে ও দেহে প্রচুর বিশুদ্ধ বাতাস নিয়ে আপনি শুরু করতে পারবেন পরের সারা বছরের কাজ।

পাউশি গ্রামে অবস্থিত এই রিসোর্টটি সব দিক থেকে আলাদা। একদম অভিনব গ্রাম্য পরিবেশ। পাউশি গ্রামে ওই রিসোর্টটিতে আলাদা খাওয়ার জায়গা। বসার জন্য একটি ওয়াচ টাওয়ার। সব মিলিয়ে গ্রাম্য প্রকৃতিতে এই রিসোর্ট একটি আদর্শ ইকোটোরিজমের উদাহরণ। ফলে শহরে জীবন থেকে মুক্তির স্বাদ পেতে চাইলে দিঘা যাওয়ার রাস্তায় কালিনগর থেকে ৭ কিলোমিটার দূরে অবস্থিত এই রিসোর্ট। দিঘা যাওয়ার জাতীয় সড়ক হয়ে কালিনগর বাস স্ট্যান্ড থেকে ডানদিকে ৭ কিলোমিটার এলেই পাঁউশি গ্রাম। এখানেই রয়েছে মনচাষা রিসোর্ট। কি কি দেখবেন, পাশেই রয়েছে বাগদা নদি, পাঁউশি আশ্রম। আর আছে অফুরন্ত গ্রাম্য পরিবেশ। আছে দিগন্ত বিস্তৃত শীতকালীন সবজির ক্ষেত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *