বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
হায়দরাবাদে ভারতের বিরুদ্ধে আগামী বৃহস্পতিবার প্রথম টেস্ট খেলতে নামবে ইংল্যান্ড। আবু ধাবিতে প্রস্তুতি সেরে এ দেশে পা রাখবে বেন স্টোকসের দল। তবে তার আগেই বড় ধাক্কা খেল থ্রি লায়ন্স।
আবু ধাবি থেকেই দেশে ফিরে গেলেন তারকা ব্যাটার হ্যারি ব্রুক। ব্যক্তিগত কারণে তিনি ছিটকে গেলেন পাঁচ টেস্টের সিরিজ থেকে। পরিবর্ত হিসেবে ডাক পেলেন ড্যান লরেন্স।
হায়দরাবাদে আসার কথা রয়েছে ইংল্যান্ড দলের। তবে ইতিমধ্যেই দুবাই থেকেই দেশে ফেরার বিমান ধরেছেন ব্রুক। ইসিবির তরফে বিবৃতিতে জানানো হয়েছে, ব্যক্তিগত কারণে তাঁকে তড়িঘড়ি দেশে ফিরতে হয়েছে। তিনি ভারতে আর যাবেন না। ব্রুক পরিবারের তরফে তাঁদের গোপনীয়তা বজায় রাখার ক্ষেত্রে সহযোগিতা প্রত্যাশা করা হয়েছে।
সংবাদমাধ্যম থেকে সাধারণ মানুষ- সকলকেই ইসিবির তরফে অনুরোধ করা হয়েছে ব্রুক পরিবারের ব্যক্তিগত পরিসরে আলোকপাত না করে যাবতীয় চর্চা থেকে বিরত থাকতে। ইসিবির বিবৃতি অনুযায়ী, ব্রুক ভারতে পাঁচ টেস্টের সিরিজে খেলবেন না। যদিও ইএসপিএনক্রিকইনফো সূত্র মারফত জানাচ্ছে, ব্রুক কিছুদিন পর এই সিরিজ খেলতে আসবেন।
এক দশক পর ভারতে টেস্ট সিরিজ জেতার লক্ষ্য নিয়ে নামতে চলেছে ইংল্যান্ড। পরীক্ষা হবে আগ্রাসী বাজবলেরও। এই পরিস্থিতিতে ব্রুকের ছিটকে যাওয়া যে কতটা বড় ধাক্কা তা বলবে পরিসংখ্যান। ভারতে আইপিএলে শতরান রয়েছে ব্রুকের। কিন্তু নিজেদের দেশেই হোক কিংবা এ দেশে, ভারতের বিরুদ্ধে টেস্ট খেলেননি।
কিন্তু টেস্টে ব্রুকের পারফরম্যান্স চমকপ্রদ। ১২টি টেস্টের ২০ ইনিংসে তিনি মোট ১১৮১ রান করেছেন। গড় ৬২.১৫, স্ট্রাইক রেট ৯১.৭৬। চারটি শতরান ও পাঁচটি অর্ধশতরান রয়েছে। তিনটি শতরান পাকিস্তানের মাটিতে, একটি শতরান নিউজিল্যান্ডে। কেরিয়ারের সর্বাধিক ১৮৬ রানের ইনিংসটি তিনি খেলেন গত বছরের ফেব্রুয়ারিতে ওয়েলিংটনে।
অলি পোপ কাঁধে চোটের কারণে ছিটকে যাওয়ায় অ্যাশেজে তিন নম্বরেও ব্যাট করতে পাঠানো হয়েছিল ব্রুককে। তিনি না থাকায় ইংল্যান্ডকে মিডল অর্ডার এবার নতুন করে সাজাতে হবে। সেক্ষেত্রে জনি বেয়ারস্টোকে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে খেলানো হতে পারে। তিনি পাঁচে নামবেন। বেন ফোকস উইকেটকিপিং করতে পারেন।
ড্যান লরেন্সকে নেওয়া হয়েছে ব্রুকের পরিবর্ত হিসেবে। তিনি সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছেছেন আইএলটি২০ খেলতে। এর আগে বিগ ব্যাশে খেলেছেন। তবে লরেন্স ইংল্যান্ডের একাদশে নাও আসতে পারেন। ভারতে ইংল্যান্ড লায়ন্সের হয়ে শতরান করেছেন জশ বোহানন। তিনিও নির্বাচকদের নজরে রয়েছেন। কাল থেকেই হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ইংল্যান্ড দলের অনুশীলন করার কথা রয়েছে।