বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
টানা দ্বিতীয়বার ‘ফিফা দ্য বেস্ট’ হয়েছেন লিওনেল মেসি। সব মিলিয়ে তৃতীয়বার। বছরের শুরুতেই ফিফার বষর্সেরা পুরস্কার জিতেছেন আর্জেন্টাইনে রাজপুত্র। কয়েক মাস আগেই অষ্টম বারের জন্য ব্যালন ডি’ওর জিতেছেন মেসি। চির প্রতিপক্ষের এমন সাফল্য পাওয়ার পরই এবার পুরস্কার নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রোনাল্ডো।
এক সপ্তাহ আগেই ফিফার বর্ষসেরা পুরস্কার জিতেছেন মেসি। মাঠের বাইরে এক রুদ্ধশ্বাস লড়াইয়ে হারিয়েছেন হালান্ডকে। পারফরম্যান্সের নিএরিখে দুই তারকাই একে অপরকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দেন। কিন্তু শেষ পর্যন্ত বাজিমাৎ করলেন আর্জেন্টাইন অধিনায়কই। ব্যালেন ডি’ওর জেতার কয়েক মাসের মধ্যেই ফের পুরস্কার মেসির ঝুলিতে। এবার ফিফার বর্ষসেরা ফুটবলার হলেন নীল সাদার রাজপুত্র।
ঐতিহ্য মণ্ডিত দুটি পুরস্কার মেসির ঝুলিতে যেতেই তোপ দাগলেন সিআরসেভেন। উয়েফার ব্যালন ডি’ওর বা ফিফার বর্ষসেরা খেতাব দুটি পুরস্কারই তার গ্রহণযোগ্যাতা হারাচ্ছে বলে বিস্ফোরক মন্তব্য করেন পর্তুগিজ মহাতারকা। রোনাল্ডো বলেন, আমি মনে করি, একভাবে এই পুরস্কারগুলো বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে। আমাদের পুরো মরসুম বিশ্লেষণ করতে হবে।’
একইসঙ্গে সিআরসেভেন মন্তব্য করেছেন, ‘এটা বলার অপেক্ষা রাখে না যে মেসি এই পুরস্কারের যোগ্য ছিল না, হালান্ড বা এমবাপে এই পুরস্কার পাওয়ার অধিকারী নন। আমি কেবল এই পুরষ্কারগুলিতে আর বিশ্বাস করি না। আমি এই নিয়ে ৩ বার সর্বোচ্চ গোলদাতা হওয়ার জন্য বিশ্ব গ্লোভ সকার পুরস্কার জিতেছি।’
এর পাশাপাশি পর্তুগিজ মহাতারকা আরও বলেন, ‘ এইগুলি সত্য, কিন্তু সংখ্যা দিয়ে সব কিছুকে বিচার করা যায় না। আমার কাছ থেকে এই ট্রফিটি কেড়ে নিতে পারে না কারণ এটি আমি অর্জন করেছি, তাই এটি আমাকে আরও আনন্দিত করে। কিন্তু সংখ্যা নিয়ে ভাবি না।’একইসঙ্গে তাঁর অবসর নিয়েও নিরন্তর চর্চা চলছে।
দুবাইয়ে ফুটবলের একটি অনুষ্ঠানে রোনাল্ডো তাঁর অবসর প্রসঙ্গে বলেন, ‘ কখন অবসর নেব? সত্যি বলতে আমিও এখন জানি না। হয়তো ১০ বছর পরে।’ আল নাসের তারকার এই উত্তর শুনে অবাক হয়ে যান সঞ্চালকও। যদিও তার পরেই সিআরসেভেন বলেন, ”আমি মজা করছিলাম। তবে সত্যিই জানি না কবে অবসর নেব। এখনও বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখি ।’