বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: এই মুহূর্তে হঠাৎ করে নিজেদের ধর্মনিরপেক্ষ বোঝাতে তৎপর ইউনুস সরকার। চিন্ময় মহারাজ গ্রেফতারের পড়ে বাংলাদেশে যে হিন্দু বিরোধী তৎপরতা বেড়েছে তার নিন্দায় সরব সারা বিশ্ব।
এবার ক্ষতে প্রলেপ লাগাতে সব ধর্মের মানুষদের সঙ্গে মিটিং করলেন তিনি। বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের মুখ দিয়ে বাংলাদেশে ঐক্যের ছবি তুলে ধরার মরিয়া চেষ্টাও করল অন্তর্বর্তী সরকার। এদিন বিকালে রাজধানী ঢাকার বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এই বৈঠক হয়। এর আগে বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।
এদিন মুসলিম, হিন্দু, খ্রিস্টান এবং বৌদ্ধ ধর্মের ধর্মীয় নেতারা বৈঠকে যোগ দেন। সেই বৈঠকে ইউনূস বলেন, “আলাদা আলাদা মতামত থাকলেও আমরা একই পরিবারের সদস্য। আমরা পরস্পরের শত্রু নই। আমরা সকলেই বাংলাদেশি।” তিনি আরও বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর কোনও হামলা হলে তৎক্ষণাৎ তথ্য সংগ্রহ করতে হবে। এবং অভিযুক্তদের বিচারের আওতায় আনতে হবে। কিন্তু বেশ বোঝা যাচ্ছে ঘরে বাইরে প্রবল চাপে ইউনুস। তাই কিছুটা লোক দেখানোর জন্যই এই সভা।