বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জার সঙ্গে শোয়েব মালিকের বিবাহ বিচ্ছেদের জল্পনা বিগত কয়েক বছর ধরেই চলছিল। অবশেষে শনিবার নিজের জীবনের তৃতীয় বিবাহের কথা সরকারিভাবে ঘোষণা করলেন শোয়েব মালিক। পাক অভিনেত্রী সানা জাভেদকে বিবাহ করার ছবি সোশ্যাল সাইটে পোস্ট করে নতুন ইনিংসের কথা ঘোষণা করেন। শোয়েবের তৃতীয় বিবাহের খবর প্রকাশ্যে আসতেই মুখ খুললেন সানিয়া মির্জার বাবা ইমরান মির্জা।
শোয়েব সানিয়ার বিবাহ বিচ্ছেদ কী হয়েছে? নাকি সানিয়ার সঙ্গে বিচ্ছেদের আগেই আরও একজনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন পাকিস্তানের ক্রিকেটার? এই চর্চায় শুরু হয়েছে শনিবার সকাল থেকেই। এরইমধ্যে মেয়ে বৈবাহিক জীবন নিয়ে বড় আপডেট দিলেন সানিয়া মির্জার বাবা। সংবাদ সংস্থা পিটিআইয়ের কাছে ইমরান মির্জা বলেন, ‘এটি একটি ‘খুলা’ ছিল’, যা কোনও মুসলিম নারী একতরফাভাবে তাঁর স্বামীকে তালাক দেওয়ার বিষয়কে নির্দেশ করে।
মুসলিম ধর্ম মতে তালাক আর খুলার মধ্যে খুব একটা পার্থক্য নেই। একজন নারী যখন আলাদা হওয়ার সিদ্ধান্ত নেয়, তাকে বলা হয় খুলা। যখন পুরুষ তাঁর স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তখন তাঁকে তালাক বলে। অর্থ্যাত ইমরান মির্জার কথাতেই স্পষ্ট, সানিয়া আগেই শোয়েবের সঙ্গে বিবাহ বিচ্ছেদ (ধর্ম মতে)ঘটিয়ে নিয়েছেন।
২০১০ সালে সানিয়া ও শোয়েবের বিয়ে হয়েছিল। ২০১৮ সালের অক্টোবরে তাঁদের একমাত্র ছেলে ইজহানের জন্ম। সানিয়া ও শোয়েবের দূরত্ব বাড়লেও ছেলে ইজহানের জন্য তাঁরা প্রায়ই কাছাকাছি আসতেন, সন্তানের সঙ্গে সময় কাটাতেন। তাঁদের সম্পর্ক নিয়ে যতই টানাপোড়েন থাক, বিচ্ছেদ নিয়ে সানিয়া-শোয়েব কেউ মুখ খোলেননি। পরস্পরকে কখনও দোষারোপ করেননি।
গত বছর, এই দম্পতি সংক্ষিপ্তভাবে বিচ্ছেদের গুজব কমিয়ে দেন যখন তাদের দুবাইতে তাদের ছেলে ইজহানের জন্মদিন একসাথে উদযাপন করতে দেখা গিয়েছিল। তবুও, তা থামেনি। বরং বেড়েই চলে। আগুনে বিতর্কে ঘি ঢালেন স্বয়ং সানিয়া নিজেই কয়েকদিন আগে।
তবে সাম্প্রতিককালে তাঁদের মধ্যে ফাটল অনেকটাই চওড়া হয়েছিল। সানিয়ার সোশ্যাল মিডিয়া পোস্ট অন্তত সেই ইঙ্গিত করেছিল। সানিয়ে তাঁর পোস্টে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়ে লিখেছিলেন, ”বিয়ে কঠিন। বিচ্ছেদও কঠিন। নিজের কঠিনটাকে বেছে নিন। তবে কঠিন সিদ্ধান্ত নিতেই হয়। ঋণের মধ্যে থাকা আরও কঠিন। অর্থনৈতিক শৃঙ্খলা বজায় রাখা কঠিন। যোগাযোগ রাখা কঠিন। যোগাযোগ না রাখাও কঠিন। নিজের কঠিনটাকে বেছে নিন। জীবন কখনও সহজ নয়।”