বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: নারী সুরক্ষায় অপরাজিতা বিলকে আইনি স্বীকৃতি দেওয়ার দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ চুঁচুড়া বিধানসভা তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে এক প্রতিবাদী পদযাত্রা অনুষ্ঠিত হলো। ব্যান্ডেল চার্চ থেকে চুঁচুড়া ঘড়ির মোড় পর্যন্ত এই পদযাত্রায় প্রাকৃতিক দুর্যোগ এবং বৃষ্টি উপেক্ষা করেও বিপুল সংখ্যক তৃণমূল সমর্থক মহিলা অংশগ্রহণ করেন।
এই প্রতিবাদী পদযাত্রায় উপস্থিত ছিলেন চুঁচুড়া বিধানসভার তৃণমূল মহিলা নেতৃত্ব, হুগলী চুঁচুড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধিরা এবং চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার।
হুগলী শ্রীরামপুর সাংগঠনিক তৃণমূল মহিলা কংগ্রেসের সহ-সভাপতি মৌসুমী বসু চ্যাটার্জী এই পদযাত্রার প্রসঙ্গে বলেন, “নারী সুরক্ষায় অপরাজিতা বিল অবিলম্বে আইনি স্বীকৃতি পাওয়ার দাবিতে আমরা আজ রাস্তায় নেমেছি। প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও নারীদের প্রতি দায়বদ্ধতা ও আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে আমরা এই পদক্ষেপ গ্রহণ করেছি।” তিনি আরও জানান, “বিগত আরজিকর হাসপাতালের ঘটনাসহ বহু ঘটনার প্রেক্ষিতে অপরাজিতা বিলকে স্বীকৃতি দেওয়া জরুরি। নারীদের সুরক্ষা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”
এই প্রতিবাদী পদযাত্রার মাধ্যমে সাধারণ মানুষের কাছে নারী সুরক্ষার গুরুত্ব ও অপরাজিতা বিলের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। উপস্থিত নেতৃবৃন্দের মতে, এই বিল কার্যকর হলে নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে এক শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে।