বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: হুগলি জেলার বাঁশবেড়িয়া শহর একসময় শিল্পাঞ্চল নামে পরিচিত ছিলো বর্তমানে সব কলকাখানায় বন্ধ।

 

বাঁশবেড়িয়া পেপার মিল বহু বছর আগে থেকেই বন্ধ ওখানে তৈরি হয়েছে একটি পাইপের ফ্যাক্টরি, এর পাশে রয়েছে কেশোরাম স্পান পাইপ ২০০৮ সালে পয়লা মে বন্ধ হয়ে যায় এখানে স্হায়ি অস্থায়ী মিলিয়ে প্রায় দু হাজারের কাছাকাছি শ্রমিক কাজ করতো, উল্টো দিকে রয়েছে উইন্ডো গ্লাস কারখানা ২০০০ সাল থেকে বন্ধ হয়ে রয়েছে এখানে স্হায়ি অস্থায়ী মিলে এক হাজারের বেশি শ্রমিক কাজ করতো এখানে কাঁচ তৈরি হতো, বিশ্বের মধ্যে সর্বপ্রথম টায়ার ফ্যাক্টরি বাঁশবেড়িয়ার ডানলপে সেটিও বন্ধ হয়ে পড়ে রয়েছে বহু বছর ধরে এখানেও হাজার হাজার শ্রমিক কাজ করতেন তারপরেও অনেক জল গড়িয়েছে কাজের কাজ কিছুই হয়নি। এলাকায় বেকার সমস্যা যেমন বেড়েছে তেমনি ব্যবসার অবস্থাও খারাপ হয়েছে। গতকাল রাতে বাঁশবেড়িয়া স্পান পাইপ গেটে ব্ল্যাক আউট বলে একটি নোটিশ মারে মিল কর্তৃপক্ষ এই কারখানা বন্ধ থাকলেও এমার্জেন্সি ডিউটি চলত ইলেকট্রিক ও জল পরিসভা সহ বিভিন্ন জরুরি বিভাগে মোট ৩০ জন কাজ করতেন।এই খবর চাউর হতেই স্থায়ী কর্মচারী আজ সকালে এই নোটিশ দেখতে পেয়ে শ্রমিকদের মধ্যে খোব সৃষ্টি হয়। কারখানা গেটের সামনে তারা বিক্ষোভ দেখান তাদের দাবি নতুন করে কারখানা খুলুক। না হলে আগামী দিনে বড়সড়ো আন্দোলনে পথের দিকে এগোবে শ্রমিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *