বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আপনার বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরেই রয়েছে এই জঙ্গল। এই জঙ্গলের নাম ‘জয়পুর জঙ্গল’। কলকাতা থেকে মাত্র ১৭৫ কিলোমিটার দূরে বাঁকুড়ার এই জঙ্গল আছে। সড়ক পথে চার/সাড়ে চার ঘন্টায় পৌঁছে যাবেন এই জঙ্গলে।
আর যদি ট্রেনে যান সে ক্ষেত্রে প্রথমে হাওড়া থেকে বিষ্ণুপুর গ্রামের কোন ট্রেনে উঠে পড়তে হবে। সেখান থেকে জয়পুর জঙ্গল মাত্র ১২ কিমি। এখানে আপনি একটি ক্যাব নিয়েও চলে যেতে পারেন। মন ভরে বিশুদ্ধ বাতাসের সঙ্গে অনাবিল আনন্দ নিয়ে ফিরবেন।
বাঁকুড়ার লাল মাটিতে রয়েছে সুন্দর সোঁদা গন্ধ!দুইদিকে সারি সারি গাছের মধ্যে দিয়ে চলে গিয়েছে রাস্তা। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখে মন ভরে যাবে। এর সাথে বাঁকুড়ার লাল মাটি তো রয়েছেই। এই জঙ্গলের শাল, সেগুন, মহুয়া নিম গাছ যেন মাথা দুলিয়ে আপনাকে স্বাগত জানাচ্ছে। এর সাথেই জঙ্গলের ভিতরে হাতি ও চিতল হরিণের দেখা মিলবে। ভোরবেলা ঘুম ভাঙবে পাখির কিচিরমিচির শব্দতে। আছে অজস্র প্রজাতির পাখি। এখানেও থাকার ব্যবস্থা রয়েছে। এই জঙ্গলের কাছাকাছি অনেকগুলো রিসোর্ট এবং হোমস্টে রয়েছে। তবে যাবার আগে এগুলো বুক করে নেওয়াই ভালো তাহলে আপনার কিছুটা ঝুঁকি কমবে। আর আপনি যদি বিষ্ণুপুর হয়ে যান তাহলে সেখানকার টেরাকোটার মন্দির একবার দর্শন করে নিতে পারেন।