বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:বাংলাদেশে হিন্দুদের উপর যে নিপীড়ন চলেছে তার প্রতিবাদে আগামী সোমবার শুভেন্দু অধিকারী এপারে পেট্রাপোল সীমান্ত আবারোধ করে বিক্ষোভ দেখবেন বলেছেন।
এবার সেই বিজেপির সঙ্গে সম্মুখ সমরে উপস্থিত ওপারের আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি)। ওই দলের যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘আমাদের শত্রুদের হুঁশিয়ার করছি। সীমান্তের ওই পারে থাকেন, এই পারে থাকেন… বিজেপিকে বলছি, যাঁরা সীমান্ত অবরোধ করবেন, ২০ কোটি মানুষ ঘুমিয়ে নেই। আপনারা সীমান্ত অবরোধ করবেন, আমরাও করব। যুদ্ধের বদলে যুদ্ধ হবে। রক্তের বদলে রক্তের ফয়সালা হবে। লাল-সবুজের পতাকার সঙ্গে কোনো গাদ্দারি, বেইমানি আমরা মেনে নেই নাই। শেখ(হাসিনা)বংশের জমিদারের বিরুদ্ধে আমরা যেভাবে লড়াই করেছি, এই লড়াই চলছে চলবে।’ বৃহস্পতিবার বিকেলে সিলেট নগরের কোর্ট পয়েন্টে সিলেট জেলা ও মহানগর এবি পার্টির উদ্যোগে এ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান ফুয়াদ এ কথা বলেন। এইভাবে তিনি তার দেশের অভ্যান্তরে একটি বিশেষ সম্প্রদায়ের মানুষকে উত্তেজিত করে চলেছেন।
তার বক্তব্যর মধ্যে ছিল যথেষ্ট সাম্প্রদায়িক উস্কানি। তিনি বলেন, ‘দিল্লি, ইসকন ও আওয়ামী লীগকে বলছি, যাঁরা চট করে বাংলাদেশে ফিরে আসার চক্রান্ত করছেন, ঘুমের ভেতর স্বপ্ন দেখেন। দিনের আলোতে দেখবেন না। বাংলাদেশের ২০ কোটি মানুষের রক্ত থাকতে, আবু সাঈদ-মুগ্ধরা আবার নতুন করে সাইফুল হয়ে ফিরে আসবে। সিলেটের শহীদদের মতো করে আবার শত্রুর বিরুদ্ধে লড়াই করবে।’ আসাদুজ্জামান ফুয়াদ আরও বলেন, ‘বিগত ১৫ বছর ধরে একটি আওয়ামী ফ্যাসিবাদী সন্ত্রাস জনগণের বুকের ওপর জগদ্দল পাথরের মতো জেঁকে বসেছিল। জনগণের হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে। জনগণের অধিকার হরণ করে দাসে পরিণত করার চেষ্টা করেছে। যা এই দেশের ছাত্র-জনতা মেনে নেয়নি। স্নাইপারের গুলির সামনে বুক পেতে দিয়ে ছাত্র-জনতা দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছে। এভাবেই ওপারের একদল মানুষ সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য রেখে আরও উত্তেজিত করছে ওপারের সংখ্যায়গুরু সম্প্রদায়কে।