বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ২৬ জানুয়ারি থেকে প্রথমবারের মতো দিল্লি থেকে সরাসরি কাশ্মীর যাওয়ার জন্য ট্রেন চালু হচ্ছে। এবার ভারতীয় রেল কন্যাকুমারি থেকে কাশ্মীর পর্যন্ত সংযোগ স্থাপন করবে।

 

বন্দে ভারত স্লিপার ট্রেন দিয়ে দারুণ শুরু হবে এই যাত্রার। আগামী মাস থেকে দিল্লি থেকে সরাসরি কাশ্মীরে যাওয়ার সুযোগ দেবে এই স্লিপার ট্রেন। বাস ভ্রমণের ঝামেলা শেষ করে এবার সরাসরি ট্রেনেই যাত্রা সম্ভব হবে। বিশ্বের সর্বোচ্চ সেতু পেরিয়ে ডিসেম্বরের প্রথম সপ্তাহে এই ট্রেনের ট্রায়াল শুরু হবে। এখন থেকেই এই উপলক্ষে সেজে উঠছে রেল। যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে, কোন জায়গায় কোন সমস্যা দেখা গেলেই তাছাড়া তোলার জন্য চলে আসছেন ইঞ্জিনিয়ারেরা। আপাতত তৈরি রেলপথ মাঝের সময় আছে দেড় মাসেরও কিছু বেশি। তাই তাড়াহুড়ো করতে চাইছে না রেল , সিগন্যাল পেলেই ট্রায়াল দিয়ে দেখে নেওয়া হবে রেল চলাচল। এদিকেই রেল নিয়ে বিদেশীরা আগ্রহ প্রকাশ করেছে। বিভিন্ন জায়গা থেকে যেসব বিদেশি ভারতের টুরিস্ট ভিসা নিয়ে আছেন তারা ওই যাত্রা নিয়ে আগ্রহ প্রকাশ করেছে। শুরু হয়ে গেলে ভারতীয় রেলের ক্ষেত্রে এক যুগান্তকারী অধ্যায় সূচনা হবে বলে মনে করছে রেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *