বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বাংলার সরকারি স্কুলে পড়ুয়ার সংখ্যা কমছে অনেক দিন আগের থেকেই। নানা কারণে পড়ুয়া কমছে। কিন্তু নতুন তৈরী হওয়া কাটোয়ার ওই স্কুলের মাত্র একজন ছাত্রী। বিষয়টা ভাবচ্ছে গ্রামবাসীদের।
কাটোয়া ২ ব্লকের সিঙ্গি কাশীরাম দাস জুনিয়র বালিকা বিদ্যালয় চলছে এক ছাত্রীকে নিয়েই। স্কুলে একজন অতিথি শিক্ষক, একজন চতুর্থ শ্রেণির কর্মী। পড়ুয়া সংখ্যা বাড়াতে তৎপর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন কয়েকজন গ্রামবাসী। অভিভাবকদের কাছে মেয়েদের ভর্তি করানোর আবেদন জানাচ্ছেন তাঁরা। এলাকায় টাঙানো হয়েছে ব্যানার, ফ্লেক্স। কিন্তু কেন এই পরিস্থিতি?
জানা যাচ্ছে, ২০১০ সালে সিঙ্গি কাশীরাম দাস জুনিয়র বালিকা বিদ্যালয়ের পথ চলা শুরু। সিঙ্গি বাসস্ট্যাণ্ডে কাশীরামদাস পাঠাগারের পিছনে প্রায় ৭ বিঘা জমির উপর এই স্কুল। গ্রামবাসী জানাচ্ছেন, স্কুল শুরুর পর অনেক ছাত্রী এই স্কুলে ভর্তি হয়েছিল। পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পঠন-পাঠন হত। প্রথমদিকে দেড়শোর বেশি ছাত্রী ছিল। তার পর কয়েক বছরের মধ্যে পড়ুয়ার সংখ্যা কমতে থাকে। অভিযোগ কয়েকজন অতিথি শিক্ষকের অভিযোগের ভিত্তিতে আদালতের নির্দেশে ওই স্কুল বন্ধ হয়ে যায়। কিন্তু আদালত ওই স্কুল খোলার আবার নির্দেশ দিলেও কাজের কাজ কিছুই হয় নি। এখন রাস্তায় নেমেছে গ্রামের কিছু মানুষ।