বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:  শুরু হয়ে গেলো সংসদে শীতকালীন অধিবেশ। চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। অন্তত ৫টা নতুন বিল আনতে চলেছে বিজেপি। অন্যদিকে বিরোধীদের হাতিয়ার মনিপুর, আদানি ও দিল্লি দূষণ। এই অবস্থায় বক্তব্য শুরু করলেন প্রধানমন্ত্রী।

 

তাঁর বক্তব্যর নির্যাস অনেকটা এই রকম –

আশা করি, এই অধিবেশন সফল হবে। বিশ্বের ভারতের গরিমা আরও বাড়াবে। নতুন বিচারকে স্বাগত জানাবে। সকল সাংসদকে অনুরোধ করছি, স্বাগত জানাচ্ছি। বিশ্ব আজ অনেক আশা নিয়ে ভারতের দিকে তাকিয়ে। ভারতের প্রতি যে সম্মান বেড়েছে, গুরুত্ব বেড়েছে, তা আরও বাড়ানোর জন্য সেই অনুরূপ আচরণ করা উচিত। বিশ্বের কাছে এই বার্তা যাওয়া উচিত যে জনগণের ভাবনার গুরুত্ব দেওয়া হয় সংসদে। আমি বারবার বিরোধীদের অনুরোধ করেছি। কিছু বিরোধীরা শালীন আচরণ করেন, তাদেরও ইচ্ছা যে সংসদে কাজ হোক। কিন্তু কয়েকজন তাদের সঙ্গীদের কথাও শোনে না।

আশা করি, সকল দলের নতুন সাংসদদের সুযোগ দেওয়া হবে।
নতুন সাংসদদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। সংসদে তাদের বলার সুযোগ দেওয়া হয় না। গণতন্ত্রের কাজই হল আগামী প্রজন্মকে তৈরি করা। আমাদের সংসদ ও সাংসদ-উভয়ই চায় সুষ্ঠ আলোচনা হোক। সকলে আলোচনায় অংশ নিক। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কিছু মানুষ, যাদের জনগণ পরিত্যাগ করেছে, তারা হই-হট্টগোল করে সংসদ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এদের উদ্দেশ্য সংসদের গতিবিধি আটকানো। বছরের শেষ লগ্নে দাঁড়িয়ে আমরা। গোটা দেশ ২০২৫-কে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছে। এই অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সংবিধানের ৭৫ বছর পূর্ণ হয়েছে। এটা গণতন্ত্রের উজ্জ্বল দিন। আসুন সকলে মিলে সংসদের মর্যাদা ও গড়িমাকে বৃদ্ধি করি। রাজনীতির জন্য সারা বছর আছে কিন্তু সংসদকে ব্যবহার করুন শুধুই দেশের স্বার্থে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *