বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: এই উপ নির্বাচন যদি ২০২৬-এর এসিড টেস্ট হয় তাহলে তা বিজেপির পক্ষে যথেষ্ট অশুভ ইঙ্গিত। কারণ যে উত্তরবঙ্গকে কেন্দ্র করে বিজেপির উত্থান সেই উত্তরবঙ্গ কিন্তু মুখ ঘুরিয়েছে বিজেপি থেকে।
শনিবার রাজ্যের ছটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলও সেদিকেই ইঙ্গিত করছে৷ দক্ষিণবঙ্গের বাকি চার কেন্দ্র তো বটেই, উত্তরবঙ্গে বিজেপির হাতে থাকা মাদারিহাট বিধানসভাও দখল করে নিয়েছে তৃণমূল৷
বিজেপি-র হাতে থাকা মাদারিহাট কেন্দ্র থেকে প্রায় ২৮ হাজার ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পা৷ কোচবিহারের সিতাই কেন্দ্র থেকেও ১ লক্ষ ৩০ হাজারের বেশি ভোটে জয় পেয়েছেন তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়৷ ২০১১ সালের পর রাজ্যের যে দুই অঞ্চলকে ভিত্তি করে বিজেপি প্রধান বিরোধী শক্তি হিসেবে উঠে এসেছিল, তা হল উত্তরবঙ্গ এবং জঙ্গলমহল৷ ২০২১-এর বিধানসভা নির্বাচনেই জঙ্গলমহলের হারানো জমি অনেকটা পুনরুদ্ধার করে ফেলেছিল তৃণমূল কংগ্রেস৷ লোকসভা নির্বাচনে জঙ্গলমহল তো বটেই, উত্তরবঙ্গের কোচবিহার আসনটিও দখল করে নিয়েছিল তৃণমূল।