বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ভোট গণনা শুরুর পরেই বোঝা গিয়েছিল যে বাংলার সব ক’টি আসন তৃণমূলে পক্ষে হয়তো রায় দেবে। প্রাথমিক গণনায় সব ক’টি আসনেই এগিয়ে তৃণমূল। এখন লড়াই দ্বিতীয় স্থান নিয়ে। ইতিমধ্যে সবুজ আবিরে রঙিন হয়েছে নৈহাটি।
নৈহাটি আবার তৃণমূলের দখলে। নৈহাটি উপনির্বাচনের গণনা শেষ। দশম রাউন্ডের গণনা সম্পূর্ণ হওয়ার পর তৃণমূল প্রার্থী সনদ দে ৪৮,৮৭৯ ভোটে জয়ী হয়েছেন। জয়ের পর প্রার্থী বলেন, “এই জয় নৈহাটির মানুষের জয়। এখন আরও দায়িত্ব বাড়ল। প্রথম কাজ হল, নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালের উন্নয়ন করা।”
* এদিকে সিতাই বিধানসভা কেন্দ্রে পঞ্চম রাউন্ড শেষে তৃণমূল প্রার্থী ৬০৫৯৩ ভোটে এগিয়ে।
* মেদিনীপুর পঞ্চম রাউন্ড গণনা শেষে তৃণমূল এগিয়ে ১৩৭১৬ ভোটে।
* হাড়োয়ায় ৫ রাউন্ড শেষে তৃণমূল এগিয়ে ৫২,৫৯৭ ভোটে।