বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আজ রাজ্য জুড়ে ৬ বিধানসভা আসনে উপনির্বাচনের ভোট গণনা। উত্তরবঙ্গের সিতাই, মাদারিহাট সহ দক্ষিণের নৈহাটি, মেদিনিপুর, হাড়োয়া ও তালড্যাংরা বিধানসভা আসনের গণনা ইতিমধ্যেই শুরু হয়েছে।

 

প্রথম রাউন্ড শেষে সিতাইয়ের তৃণমূল প্রার্থী সংগীতা রায় এগিয়ে রয়েছেন ১৪,১৩৩ ভোটে। প্রথম রাউন্ডে ১৫,৫০৫টি ভোট পান। অন্যদিকে, বিজেপি প্রার্থী দীপক রায় ভোট পান ১,৩৭২টি ভোট। দ্বিতীয় রাউন্ডে তৃণমূল প্রার্থী এগিয়ে ২৫৫৮৭ ভোটে। পেয়েছেন ২৯,৫৩৩ ভোটে। অন্যদিকে, বিজেপি প্রার্থী পেয়েছেন ৪০০৬। তৃতীয়র পর চতুর্থ রাউন্ড শেষে ৫১৩৫৬ ভোটে এগিয়ে সংগীতা রায়। পঞ্চম রাউন্ড শেষে ৬০৪৯৩ ভোটে এগিয়ে সংগীতা রায়। পেয়েছেন ৭৩৪৫২ ভোট, বিজেপি প্রার্থী পেয়েছেন ১২৯৫৯ ভোট। ষষ্ঠ রাউন্ড শেষে তৃণমূল প্রার্থী ৬৭,৭৬৭ ভোটে এগিয়ে। পেয়েছেন ৮৫০২৮ ভোট। বিজেপি প্রার্থী পেয়েছেন ১৭২৬১। সপ্তম রাউন্ড শেষে তৃণমূল প্রার্থী এগিয়ে ৭৪,৬৯৯। পেয়েছেন ৯৬,৭৯৭। বিজেপি প্রার্থী দীপক রায় পেয়েছেন ২২,০৯৭। অষ্টম রাউন্ড শেষে তৃণমূল প্রার্থী এগিয়ে ৮৪,০৫৪ ভোটে। পেয়েছেন ১০৯৮৮২ ভোট। বিজেপি প্রার্থী পেয়েছেন ২৫,৮২৮। নবম রাউন্ড শেষে তৃণমূল প্রার্থী এগিয়ে ৯৩,২০৮ ভোটে। পেয়েছেন ১,২২,৩৪২। বিজেপি প্রার্থী দীপক রায় পেয়েছেন ২৯১৩৪।
মাদারিহাটে প্রথম রাউন্ডে এগিয়ে তৃণমূল প্রার্থী। দ্বিতীয় রাউন্ডেও ১০,০০৫ ভোটে এগিয়ে তৃণমূল।

(শেষ খবর পাওয়া পর্যন্ত )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *