বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ভোট ময়দানে প্রথম নেমেই বিপুল ভোটে এগিয়ে গেলো কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী।
দীর্ঘ সময় ধরে সক্রিয় রাজনীতিতে যুক্ত থাকলেও, প্রিয়ঙ্কা গান্ধী কখনও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। এবারের লোকসভা নির্বাচনে দুটি আসন থেকে প্রার্থী হয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দুটি আসন থেকেই জয়ী হন রাহুল। শেষ পর্যন্ত রায়বরৈলি আসনই ধরে রাখেন রাহুল। ওয়েনাড আসনে উপনির্বাচন ঘোষণা হতেই কংগ্রেসর তরফে প্রিয়ঙ্কা গান্ধীকে প্রার্থী করা হয়। এটা প্রিয়ঙ্কার প্রেস্টিজ ফাইট।
প্রাথমিক গণনায় প্রথম স্থানেই রয়েছেন প্রিয়ঙ্কা গান্ধী। ৬৮ হাজারেরও বেশি ভোটে এগিয়ে প্রিয়ঙ্কা। দ্বিতীয় স্থানে রয়েছেন সিপিআই প্রার্থী সত্যন মোকেরি। বিজেপি প্রার্থী নভ্যা হরিদস আছেন তৃতীয় স্থানে। শেষ পর্যন্ত এই আসন কংগ্রেস ধরে রাখতে পারে কি না, তাই-ই এখন দেখার। তবে ভোটের গতি-প্রকৃতি বলছে প্রিয়াঙ্কার গতি কেউ আটকাতে পারবে না।