বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:শিলিগুড়ি হাসপাতালে ইনজেকশন বিভাগে ইনজেকশন দিতে গিয়ে মামা ভাবে সমস্যায় পড়ছে মানুষ। শিলিগুড়ি হাসপাতালে একটি বিভাগ আছে যেখানে বিভিন্ন পশুর কামড়ের জন্য ইনজেকশন দেওয়া হয়।
সেখানে যত সমস্যা ইনজেকশন দিতে গিয়ে হতে হচ্ছে হয়রান সাধারণ মানুষকে। অন্য জায়গায় ডাক্তারদের অভিযোগ দাদা তাদের কাজ ঠিক মতনই করছে সমস্যা তৈরি হচ্ছে বাইরে থেকে আসা মানুষদেরকে নিয়ে। বিভিন্ন কারণে মতবিরোধ তৈরি হয় হলে শুরু হয় হয়রানি। আর ব্যস্ততায় মধ্যে থাকা মানুষের দেরি হয়ে যাচ্ছে। শিলিগুড়ি হাসপাতালে এই ঘটনা আগাছার জলে। ইনজেকশন দিতে আসা বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন পশুর কামড়ে আক্রান্ত হয়। সেখান থেকে শুরু হয় দুশ্চিন্তা এবং টেনশন। হলে ইনজেকশন দিতে আসা একেবারেই সাধারণ মানুষেরা পড়ে যাচ্ছে নানান ধরনের ঝামেলায়। শিলিগুড়ি হাসপাতালে একটি বিভাগে এই ইনজেকশন দেওয়া হয়। যেহেতু একটি বিভাগ সে তো লম্বা লাইন পরে এই বিভাগ। যার ফলে শুরু হয়ে যায় ঝামেলা মত বিরোধ। তবে ইনজেকশন দিতে আসা আক্রান্ত ব্যক্তিরা জানিয়েছেন যারা ইনজেকশন দেন তাদের পরিবর্তন করা হয় যে কারণেই সমস্যা তৈরি হয়। তবে রোগীদের কথা এইভাবে না করে ডাক্তারদের মতো নাম লিখে যারা ইনজেকশন দেয় তাদের বোর্ডলাগিয়ে দিলেই এই সমস্যা মিটে যায়