বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভারত অনেকটা দুই শক্তির সঙ্গেই সহাবস্থান করে চলেছে। ভারত আমেরিকা ও রাশিয়া দুই দেশকেই শান্তির বার্তা দিয়েছেন। সেই পরিস্থিতিতেই ভারত সফরে আসছেন রুশ প্রেসিডেন্ট পুতিন।

 

মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, প্রেসিডেন্ট পুতিনের ভারত সফরের সূচি খুব শীঘ্র ঘোষণা করা হবে। সূত্রের খবর, আগামী বছর ভারতে আসতে পারেন পুতিন। ব্রিকস সম্মেলনে যোগ দিতে গতমাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার কাজানে গিয়েছিলেন। সম্মেলনের ফাঁকে মোদী ও পুতিন দ্বিপাক্ষিক বৈঠক করেন। তার আগে গত জুলাইয়ে রাশিয়া সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। সেই সফরে পুতিনকে ভারতে আসার আমন্ত্রণ জানান মোদী। দিমিত্রি পেসকভ বলেন, “প্রধানমন্ত্রী মোদীর দুটি সফরের পর এখন আমাদের প্রেসিডেন্ট ভারত সফরে যাবেন। এই নিয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে।”প্রশ্ন উঠেছে যে পুতিন কি ভারতের জন্য নতুন কোনো বার্তা নিয়ে আসবেন! সবাই তাকিয়ে সেই দিকে।

একটা আন্তর্জাতিক সমস্যা অবশ্য আছে। কারণ আন্তর্জাতিক অপরাধ আদালত(আইসিসি) ইতিমধ্যে পুতিনকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছে। আইসিসি-র রোম আইন অনুসারে, কোনও ব্যক্তির বিরুদ্ধে আইসিসি গ্রেফতারি পরোয়ানা জারি করলে, ওই ব্যক্তি যে দেশে পা রাখবেন সেখানে তাঁকে গ্রেফতার করতে হবে। আইসিসি-র সমস্ত সদস্য দেশকে এই নির্দেশ পালন করতে হবে। ভারত অবশ্য আইসিসি-র সদস্য দেশ নয়। রোম আইনে স্বাক্ষর করেনি নয়াদিল্লি। ফলে পুতিন ভারতে এলে তাঁকে আইসিসি-র নির্দেশ মেনে গ্রেফতার করা হবে না। ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে রাষ্ট্রসংঘে ভোটদান থেকেও একাধিকবার বিরত থেকেছে ভারত। আমেরিকার নেতৃত্বে পশ্চিমী দেশগুলির হুঁশিয়ারি সত্ত্বেও রাশিয়া থেকে তেল কিনেছে ভারত। সবটা মিলিয়ে অবশ্য মার্কিন প্রশাসন ও পশ্চিমি দুনিয়া পুতিনের এই ভারত সফরে হয়তো কিছুটা অসন্তুষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *