বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:শুক্রবার সন্ধ্যায় প্রকাশ্যে যেভাবে তৃণমূল কাউন্সিলার সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা হয়েছে তা দেখে স্তম্ভিত নাগরিক মহল। শেষ পর্যন্ত অবশ্য মূল অভিযুক্ত গুলজারকে গ্রেফতার করে পুলিশ।

 

 

শনিবার পূর্ব বর্ধমানের গলসি থেকে তাকে আটক করে কলকাতায় নিয়ে আসে পুলিশ ৷গাড়িতে ওঠার সময় অভিযুক্ত গুলজারকে প্রশ্ন করেন সাংবাদিকরা ৷ তখন সে বলে, “সুশান্ত ঘোষ গুন্ডা হ্যায় ৷” কেন সুশান্ত ঘোষকে খুনের পরিকল্পনা করা হল ? এর উত্তরে সে বলে, “আমার জায়গা দখল করেছে, তাই মেরেছি ৷ দু’হাজার স্কোয়ার ফিট জায়গা দখল করে নিয়েছিল হায়দার আলি ৷ সে সুশান্ত ঘোষের গুন্ডা ৷ সেই কারণেই তাকে গুলি করেছি ৷”

স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠেছে,ইকবাল কে ? এর উত্তরে গুলজার স্পষ্ট জানায়, “ও আমার সঙ্গী ৷ আর আমার নাম গুলজার ৷” সূত্রের খবর, ইএম বাইপাসের আনন্দপুরে জমি নিয়ে বিবাদ চলছিল সুশান্ত ও গুলজারের মধ্যে ৷ সুশান্ত ঘোষ সেখানে প্রোমোটিং করছিলেন ৷ সেই সূত্রেই সুশান্ত ঘোষকে মেরে ফেলার চক্রান্ত করেছিল বলে অভিযোগ উঠেছে গুলজারের বিরুদ্ধে ৷ সিসি ক্যামেরায় ফুটেজ থেকে দেখা গিয়েছে কাউন্সিলর সুশান্ত ঘোষকে টার্গেট করে গুলি চালানো হয় ৷ দুষ্কৃতীরা বাইকে করে এসে সুশান্ত ঘোষকে লক্ষ্য করে এসে গুলি চালায় ৷ সেই সময় গুলি না চললেও সেখানে থাকা কয়েকজন ওই দুষ্কৃতীকে ধরে ফেলেন ৷ পুলিশ জানতে পারে সুশান্ত ঘোষকে খুন করার জন্য সুপারি দেওয়া হয়েছিল ৷ সেই মাস্টার মাইন্ডের খোঁজে তল্লাশি চলছিল ৷ এদিন বর্ধমানের গলসি থেকে আটক করা হয় সুশান্ত খুনের চেষ্টায় অভিযুক্ত গুলজারকে ৷ এখন পুলিশ তদন্ত করে দেখছে এই খুনের চেষ্টার পিছনে আসল কোন রহস্য লুকিয়ে আছে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *