বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:আজ শুরু হয়েছে বীরভূমে তৃণমূলের কোর কমিটির বৈঠক।বীরভূম মানেই এতদিন ছিল ‘অনুব্রত’। মধ্যে অনেকদিন জেলবন্দি থাকায় সেই জায়গা অনেকটা নিয়ে নিয়েছে কাজল।
ফলে সংকটে বীরভূমের সংগঠন। আর ঠিক সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামনে নিয়ে আসলেন বিধায়ক অভিজিৎ(রানা) সিনহার নাম। জানা যাচ্ছে ইতিমধ্যে শুরু হয়েছে বীরভূমের কোর কমিটির বৈঠক। এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে অভিজিৎ সিনহা ওরফে রানার নাম চলে এল। শুক্রবার সরকারি অনুষ্ঠান থেকে দু’বার রানা সিনহার নাম নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিজিৎ সিনহা লাভপুরের বিধায়ক। ফুল্লরা মন্দির সংস্কারের সময়ে কেমন করে রানা তাঁর দৃষ্টি আকর্ষণ করেছিলেন সে কথাও বললেন মুখ্যমন্ত্রী। অনুব্রত জামিনে মুক্তি পেয়ে তিহার জেল থেকে জেলায় ফেরার পর এই প্রথম অফিসিয়ালি কোর কমিটির বৈঠকে বসেছে।
অনুব্রত ও কাজলের সম্পর্ক আদায়-কাঁচকলায়। সেই পরিস্থিতিতেই রানাকে এনে মমতা বন্দ্যোপাধ্যায় দু’পক্ষের মধ্যে একটা সমঝোতার রাস্তা খুলে দিলেন বলেই অনেকে মনে করছেন। মুখ্যমন্ত্রী আগে বলেছিলেন, মাসে অন্তত তিনবার কোর কমিটির বৈঠক করতে হবে। সেখানে একটি বৈঠকও হয়নি। তবে জেলার বিভিন্ন ব্লকে দলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সেখানে জেলা সভাপতি কেষ্ট মণ্ডলকে বহু ব্লকে দেখা যায়। কিন্তু কাজল এবং কেষ্টকে কোনও মঞ্চেই একসঙ্গে দেখা যায়নি। তখন থেকেই দলের দুই শিবিরের মধ্যে ফাটল চওড়া হয়ে ওঠে। বিজয়া সম্মিলনির শেষ দিনে বিধায়ক অভিজিৎ সিনহা কোর কমিটির বৈঠক করার জন্য দাবি তোলেন। এবার দেখার বীরভূমে তৃণমূলে ঐক্য আসে কিনা!