বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সোমবার দার্জিলিং সফরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার প্রাতর্ভ্রমণে বেরিয়ে নেহেরু রোড দিয়ে ম্যালে ওঠার পথে বিশ্ববাংলার স্টল ঘুরে দেখেন তিনি।
এছাড়া বিভিন্ন শীতবস্ত্রের দোকানেও যান তিনি। কথা বলেন দোকান মালিকদের সঙ্গে। শোনেন জিনিসপত্রের দাম। পাহাড় সফরে এসে এদিন জনসংযোগে বের হন মুখ্যমন্ত্রী। সকাল সাড়ে দশটা নাগাদ তিনি রিচমন্ড হিল থেকে বেরিয়ে তিন ম্যালের উদ্দেশে হাঁটতে থাকেন। পথে সাধারণ মানুষ ও পর্যটকদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন তিনি। একই সঙ্গে মঙ্গলবার সকালে প্রয়াত নাট্যকার-অভিনেতা মনোজ মিত্রকে যাতে রাজ্য সরকারের তরফে গান স্যালুট দেওয়া হয়, ফোনে সেই নির্দেশ দিতে শোনা যায় মুখ্যমন্ত্রীকে।তিনি এই প্রসঙ্গে আজ জানালেন, কলকাতা আজ তার কৃতি সন্তানকে হারালো, মনোজ মিত্র যে শুধুমাত্র একজন অভিনেতা এবং নাট্যকার ছিলেন না, তিনি একজন ভালো মানুষ ছিলেন। অতি সহজ সরল জীবন যাপন করছেন তিনি, কিন্তু তার মধ্যে ছিল বিশাল শক্তি। যার জন্য তার এত প্রতিভা আমরা দেখতে পেলাম। আমি থাকতে পারলাম না বলে দুঃখিত, মনোজ মিত্রের আত্মার শান্তি কামনা করি। উনি যেখানেই থাকুন ভালো থাকুন, সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এতোটুকুই প্রার্থনা করি।