বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সিঙ্গুরের রতনপুর উদয় সংঘ ক্লাবের জগদ্ধাত্রী পুজোর ৫০ তম বর্ষ উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় যোগ দেন। এই শোভাযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য বেচারাম মান্না ও তাঁর স্ত্রী করবী মান্নার সঙ্গে পা মেলাতে দেখা যায় তাঁকে।
সবুজ পতাকা নাড়িয়ে শোভাযাত্রার সূচনা করেন হুগলির তৃণমূল কংগ্রেস সাংসদ। তারপর শোভাযাত্রায় ত্রিশূল হাতে হাঁটতে দেখা যায় রচনা বন্দ্যোপাধ্যায়কে।এপ্রসঙ্গে প্রশ্ন করা হলে হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, “সবাই অনেক কিছু নিয়ে হাঁটছেন, আমাকে বললো ত্রিশূল ধরতে আমি ত্রিশূল ধরে হাঁটলাম। তা ছাড়া জগদ্ধাত্রী পুজোয় আগে কোনও দিন আসা হয়নি। এবারে এসে খুব ভালো লাগছে। সবকিছুর মাঝে সিঙ্গুর একা আলাদা অনুভূতির জায়গা। সারা পশ্চিমবঙ্গের মানুষ সিঙ্গুরকে ভালোবাসে। তাই সিঙ্গুরে এসে সবার সঙ্গে একসঙ্গে থাকতে খুব ভালো লাগল।”