বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সারা বাংলা জুড়ে এখন মহিলাদের নিরাপত্তা দিতে ব্যস্ত রাজ্য সরকার, রাত্রের সাথি প্রকল্প শুরু হয়েছে। বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে যাতে মহিলাদের স্বাধীনতা অক্ষুন্ন থাকে।
এবার পিছিয়ে আসলো না উত্তরবঙ্গ, আর বেশি দেরি নয়, উত্তরবঙ্গ থেকে খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে ” লেডিজ স্পেশাল বাস “। আপাতত এই বাস আলিপুরদুয়ার থেকে কোচবিহার, এবং কোচবিহার থেকে আলিপুরদুয়ার যাবে। শিলিগুড়ি পর্যন্ত হওয়ারও কথা আছে। তবে তা বোঝা যাবে পরিস্থিতির উপর, আপাতত দুটি বাস চলবে। বাসের ড্রাইভার এবং কন্টাকটার দুজনেই মহিলা থাকবেন। মহিলা নিরাপত্তারক্ষী ও থাকবেন। এই লেডিস স্পেশালে বাইরে থেকে খাবার কিনতে হবে না খুব সম্ভবত, ভিতরে পাওয়া যাবে খাবার। অথবা বলা হবে বাড়ি থেকে খাবার নিয়ে আসতে। তবে কবে থেকে শুরু হবে এই ” লেডিস স্পেশাল বাস ” এটা জানা যায়নি। তবে শুরু হবে এটা একদম নিশ্চিত। এই লেডিস স্পেশাল বাস নিয়ে , উত্তেজিত উত্তরবঙ্গের রাজনীতিবিদরাও।