বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:ছট পুজোর বাজারে, সবথেকে প্রয়োজনীয় হলো নারকেল। ছট ব্রতীদের জন্য নারকেল দেন সবাই। ছট পুজোতে নারকেল প্রদান করা অন্যতম পুণ্যের কাজ বলে মনে করেন সবাই।
আর দুদিন পরে ছাট পুজো। তাই নারকেল কিনতে হুড়োহুড়ি বাজারে। আর দাম শুনে মাথায় হাত নারকেল কিনতে আসা মানুষের। এক একটি নারকেল বিক্রি হচ্ছে ৫০ টাকা করে, জোড়া নারকেল বিক্রি হচ্ছে ৯০ টাকায়। শিলিগুড়ির প্রধান টিএমটি বাজারে নারকেল জোড়া বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯০ টাকায়। বিক্রেতাদের অভিযোগ তারা বাধ্য হচ্ছে এই দামে বিক্রি করতে। অন্যদিকে ক্রেতারা জানিয়েছেন এত দামে কোনদিন তারা বাজারে আসেনি নারকেল কিনতে, এই বছর নারকেলের দাম সীমা পার করে গেছে। যেহেতু দরকার হে তো নারকেল কিনতে বাধ্য হচ্ছেন তারা। এত দাম কেন? বিক্রেতারা জানিয়েছেন এখন বাইরে থেকে আসে নারকেল। তাই আমাদের কিছুই করার নেই। আমরা বাধ্য হচ্ছি নারকেল বিক্রি করতে বেশি দাম দিয়ে।