বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:গতকাল থেকে হালকা বৃষ্টি পড়তে শুরু করেছে শৈল শহরে। গতকাল রাতে দার্জিলিংয়ে বৃষ্টিপাত হয়, হালকা। একে নভেম্বরে শুরু, শীত সবে পড়তে শুরু করেছে, তাই দার্জিলিংয়ের এই বৃষ্টি মোটামুটি অপ্রত্যাশিত।
বৃষ্টি হওয়ার সাথে সাথেই তাপমাত্রা একেবারে নিচের থেকে নেমে যায়, তবে এখন দার্জিলিঙে পর্যটকদের ভিড় থিক থিক করছে। বৃষ্টির সাথে তাপমাত্রা অনেকটাই কমে যাওয়ায় অস্বস্তিতে পড়ে যান পর্যটকেরা। যারা গরম জামা কাপড় আনেননি তারাও সমস্যায় পড়ে যান। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, এই আবহাওয়া থাকবে আগামী সাতদিন, আজ পর্যটকেরা সকাল থেকে ভিড় করেন টাইগার হিল এবং এবং দার্জিলিং বাজারে। সকাল থেকে ভিড় দেখা যায় সব জায়গাতে। ভীড় বাড়ার সাথে সাথে খাবারের দোকানগুলিও সকাল থেকে খুলতে শুরু করে দেয়। সিকিমের বিপর্যয়ের পরে পর্যটকদের মতো অনেকেই সিকিম ছেড়ে দার্জিলিং এর দিকে পা বাড়িয়েছেন। অনেকেই বলছেন এবার দার্জিলিং এসে তাদের আশা পূরণ হচ্ছে।