বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: মাঝে খারাপ হয়েছিল অবস্থা, কিন্তু সেই অবস্থা কাটিয়ে আবার স্বমহিমায় দার্জিলিং চা,। ইউরোপের বাজারে দার্জিলিং চায়ের জনপ্রিয়তা দেখবার মতো, স্পেন, হল্যান্ড এবং জার্মানিতে দার্জিলিং আয় জনপ্রিয়তা সবচাইতে বেশি।

 

তাই আমার দার্জিলিঙে চার ব্যবসায়ীরা , আশায় দিন গুনতে শুরু করেছেন। চায় ব্যবসা আবার উঠবে, এবং দার্জিলিংয়ের চা সবার থেকে আগে যাবে। এগিয়ে যাবে, গত কয়েক বছর ধরে একেবারে মন্দা যাচ্ছিল দার্জিলিং চায়ের অবস্থা, পাশ কাটিয়ে এগিয়ে যাচ্ছিল নেপাল এবং ভুটানের চায়ের বাজার, কিন্তু গত তিন মাস ধরে খারাপ সময় কাটিয়ে আবার স্বমহিমায় ফিরে এসেছে দার্জিলিং চা। উত্তরবঙ্গের পর্যটন ব্যবসার অন্যতম রাজ বসু জানালেন, সারা বছর আমার ঘুরেই কেটে যায়, এর মধ্য আমি সব জায়গায় গিয়ে দেখেছি , বলা যায় দেখতে পেয়েছি দার্জিলিং চায়ের গুণ। সবচাইতে বড় কথা দার্জিলিং চায়ের গন্ধ, আমরা কোথাও পাবোনা , তাই সবার আগে দার্জিলিং চায়ের চাষ করেন যে সপ্তাহের শ্রমিকরা, তারাই ব্যাপারটি জানেন। বিগত কয়েক বছর ধরে কয়েক বছর পরলে ভুল হবে, এক-দেড় বছর ধরে দার্জিলিং পরিস্থিতি একেবারেই ভালো ছিল না। কিন্তু আসার কথা ভুল কাটিয়ে আবার নিজের ভালো বুঝতে শুরু করেছে, এই চায়ের সাথে যুক্ত থাকা ব্যবসায়ীরা। ফলে আবার স্বীকৃতি পেয়ে সারা বিশ্বের দরবারে ছুটে বেড়াচ্ছে দার্জিলিং চা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *