বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: পুর স্বাস্থ্য পরিষেবায় সাফল্যের নিরিখে জাতীয় স্তরের পুরস্কার পাচ্ছে চুঁচুড়ার একটি স্বাস্থ্যকেন্দ্র। চুঁচুড়ার ১৪ নম্বর ওয়ার্ডের ওই স্বাস্থ্য কেন্দ্রটির পোশাকি নাম ‘ইউপিএসসি-৩’।
সম্প্রতি কেন্দ্রীয় সরকারের একটি দল দেশজুড়ে পুরসভার স্বাস্থ্য কেন্দ্রগুলির স অবস্থা যাচাই করে। সেই প্রক্রিয়াতেই পুরস্কারের জন্য চুঁচুড়া পুরসভার ওই স্বাস্থ্য কেন্দ্রটিকে নির্বাচন করা হয়েছে। এর আগে পাশের পুরসভা চন্দননগর পুরস্কার পেলেও জেলা সদরের পুরসভার ক্ষেত্রে তা ছিল অধরা। এবার তাই এই পুরস্কার প্রাপ্তিকে বাড়তি সাফল্য বলেই দাবি করেছেন পুরসভার স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান পারিষদ জয়দেব আধিকারী। তিনি বলেন, মানুষকে সেরা স্বাস্থ্য পরিষেবা দেওয়াটাই আমাদের ব্রত। অবশেষে স্বীকৃতি এসেছে সেই কাজেই। এতে আমরা আপ্লুত। তবে এই সাফল্য আমাদের অনুপ্রেরণা। গোটা শহরের জন্য আমরা স্বীকৃতির লক্ষ্যে লড়াই করব।