বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: এর জন্য় ৮৫০ কোটি টাকা খরচ ধরা হয়েছে। পরবর্তীতে এই খরচ বাড়তেও পারে। দেওয়ালির পরেই এই বাইপাস তৈরির কাজ শুরু হতে পারে।
নন্দকুমার থেকে দিঘা পর্যন্ত এই বাইপাস হবে। এই জায়গাটির দূরত্ব প্রায় ৯০ কিমি। হেড়িয়া, কলিঙ্গনগর কালী মন্দির, কন্টাই ও আলমপুর ও ফতেপুরের মধ্য়ে রামনগর রোডের মধ্যে এই বাইপাস হতে পারে।
এই বাইপাস তৈরি হলে সাধারণ যাত্রীদের পাশাপাশি পর্যটকদের বিরাট সুবিধা হবে। অর্থাৎ সকালবেলা দিঘা থেকে বেরিয়ে অনেকেই অফিসে চলে আসতে পারবেন। অর্থাৎ শনি ও রবিবার দিঘাতে কাটিয়ে পরের দিন সকালবেলা দিঘা থেকে বেরিয়ে তাঁরা অফিস ধরে নিতে পারবেন। এতটাই সহজ হয়ে যাবে রাস্তা। অন্তত ১ ঘণ্টা রাস্তা কমে যেতে পারে এই বাইপাসের ফলে।
এর জেরে কলকাতা থেকে দিঘা যাওয়ার প্রবণতা আরও বাড়বে। এদিকে বর্তমানে দিঘায় জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে। বিরাট মন্দির। সেই মন্দিরের কাজ পুরোদমে চলছে। বিরাট জায়গার উপর তৈরি হচ্ছে এই মন্দির। এই মন্দিরকে ঘিরেও বিরাট জনসমাগম হবে আগামী দিনে। অর্থাৎ দিঘাতে গিয়ে এবার পর্যটকরা একটা দিন জগন্নাথ মন্দির দর্শনের জন্য বরাদ্দ রাখবেন। সেক্ষেত্রে দিঘাতে এবার হোটেল ব্যবসা আরও উন্নতি লাভ করতে পারে।