বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: একই দিনে পড়ে গেছে কালী পূজা এবং দীপাবলি, উৎসবের রাতে অন্যান্য রাজ্যের মত মেতে উঠল শিলিগুড়িও। আলোর উৎসব দীপাবলি রাঙিয়ে দিল গোটা রাজ্যকে। দুষ্টের দমন আর সৃষ্টির সমন এর জন্যই আলোর উৎসব। অশুভ শক্তির বিনাশ, তাই এই আলোর মধ্য দিয়েই হতে হবে। তাইতো আমাদের দীপাবলি পালন।
অন্যদিকে কালীপুজোর রাত আলোতে রাঙিয়ে গেল শিলিগুড়ি। প্রতিটি বাড়ি প্রতিটি ফ্লাটে জ্বলজ্বল করছে আলো। মায়াবী এক রূপ নিয়েছে শিলিগুড়ি শহর। মানুষও মনের আনন্দে উপচে পড়েছেন রাস্তায়, আজ থেকে আসি বেরিয়ে গেছেন ঠাকুর দেখতে। আনন্দটা যে ভরপুর নিতে হবে। মাসের শেষ, তবুও খোঁজ পরোয়া নেহি, পরিবারের সাথে বাইরে বেরিয়ে যতটুকু আনন্দ ছিনিয়ে নেওয়া যায়, জীবনের মাঝে সেটাই বা কম কি। মানুষের পাশে মানুষের কাছে , দাঁড়িয়ে তুলতে দীপাবলি যেন এক অসাধারণ উদাহরণ। পুজো মানেই তো একরাশ আনন্দ একরাশ উত্তেজনা, একসাথে খাওয়া একসাথে চলা একসাথে গল্প করা। আনন্দ করা, এবং মন খুলে হাসা। দীপাবলি এবং কালীপূজা যেন সেটাই দেখিয়ে গেল, বাঙালি আনন্দ করে সাহস করে দিনগুলো কাটাল।