বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শিলিগুড়ির সেবকেশ্বরী কালী মন্দির শিলিগুড়ির বহু পুরনো মন্দির। এই মন্দিরের ঐতিহ্য এবং গরিমা সকলের মুখে মুখে ঘোরাফেরা করে। জাগ্রত বলে পরিচয় আছে এই কালী মন্দিরের।
বহু বছর ধরে বহু মানুষ আসেন এই মন্দিরে, পুজো দিতে। মানত করতে, তাদের বিশ্বাস মায়ের কাছে পুজো দিয়ে ভর্তি করে মানত করলে, তাদের সব মনের ইচ্ছা পূরণ হবে। সেই জন্য গত তিন দিন আগের থেকেই সেজে উঠেছে এই কালী মন্দির। সেবকে
যেহেতু বিকাল তিনটে হলেই প্রায় সন্ধ্যা হয়ে যায়, সেই জন্য দিনের বেলায় জনসমাগম হয় অনেকটাই বেশি। এই মন্দিরের ইতিহাস, বেশ পুরনো। বহু মানুষের মুখে মুখে, পরিচয় হয়ে আছে এই কালী মন্দিরের। জাগ্রত বলে খ্যাতি আছে এই মন্দিরের। আলো দিয়ে গোটা মন্দিরকে সাজিয়ে তোলা হচ্ছে গত কয়েকদিন ধরেই। মায়ের আগমন উপলক্ষে, সাজো সাজো রব গোটা কালী মন্দির এলাকা জুড়ে।