বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: দেখবার মত হয়েছে শিলিগুড়িতে কালীপুজো। বিশেষ করে শিলিগুড়ি কয়েকটি ক্লাবের পূজো দেখবার মত হয়েছে। এমনটাই জানালেন মেয়র গৌতম দেব। একটি কালীপুজোর উদ্বোধনে এসে মেয়র জানালেন এবারে শিলিগুড়িতে কালীপুজো দেখবার মতো হয়েছে। মানুষ পুজো দেখে আনন্দ পাবেন।

 

মা কালী সকলের ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করুন, সবাই ভালো থাকুন থেকে এমন ভাষাতেই জানালেন মেয়র গৌতম দেব। মেয়র জানালেন শিলিগুড়িতে বরাবরই কালীপুজোর একটা জায়গা আছে, বিশেষ করে তরুণ সংঘ, পানি ট্যাংকি মোড়, এবং উল্কা ক্লাবের পুজো দেখবার মতন হয়। কি ঠাকুর, কি প্যান্ডেল, কি আলোকসজ্জা সবই দেখবার মতন হয়। সবাই ঘুরে আনন্দ পান। দুর্গা পূজার পরে কালীপুজো পরপর দুটি পুজো মানুষের কাছে আনন্দ নিয়ে আসে। সারা বছর ব্যস্ততার পর, অথবা ব্যস্ততার মাঝে এই অক্টোবর মাসে দুর্গা পূজা এবং কালীপুজো মানুষের কাছে একরাশ আনন্দ নিয়ে আসে। এবার আমি প্রচুর পুজোর উদ্বোধন করলাম, মেয়র গৌতম দেব জানালেন যে পূজোতে গেছি প্যান্ডেলে আলোর সজ্জা এবং প্রতিমা দেখে একটা আলাদা আনন্দ অনুভুতি হয়েছে। ছোট পুজো হোক বা বড় পুজো এবারে এক কথায় অসাধারণ হয়েছে শিলিগুড়ি পুজো। এত উদ্বোধনের মাঝেও আমি এতটুকু বলতে পারি আমি নিজে ব্যক্তিগতভাবে আনন্দিত শিলিগুড়িতে পুজোর উদ্বোধন করতে পেরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *