বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ডিজে অবিলম্বে বন্ধ করা উচিত, এই আবেদন নিয়ে শিলিগুড়ির নেচার এন্ড কালচারাল ডিপার্টমেন্ট এর তরফ থেকে শিলিগুড়ি কোট মোড় থেকে এক মিছিল বের করা হলো।
এই মিছিলটি শিলিগুড়ি কোট মোড় থেকে শুরু হয়ে শিলিগুড়ির এয়ার ভিউ মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল টির তরফ থেকে সোমনাথ চক্রবর্তী, জানান ডিজে যতক্ষণ বাজে , কতক্ষণ মানুষের লাভ ছাড়া ক্ষতি হয় না। অবিলম্বে dj বন্ধ করে দেওয়া উচিত। আমরা আবেদন করছি সবার কাছে যেন কোন অনুষ্ঠানেই ডিজে বাজানোর অনুমতির দেওয়া না হয়। সবচাইতে বেশি ক্ষতি হয়, বয়স্কদের এবং বাচ্চাদের, শব্দ দূষণ তো আছেই। আমাদের একটাই আবেদন যে কোন অনুষ্ঠান সুস্থ ভাবে হওয়া উচিত, ডিজে বাজিয়ে সেই অনুষ্ঠানকে নষ্ট করা কোনভাবেই উচিত না। শিলিগুড়িতে বিভিন্ন নার্সিংহোম এবং হাসপাতাল, আছে এই ডিজের প্রভাব প্রচন্ডভাবে বেড়ে যায়, এবং মানুষের ক্ষতি হয়। তাই আমাদের আবেদন ডিজে যেকোনোভাবেই বন্ধ করে রাখা হোক। শিশুদের প্রভাব পরের প্রচণ্ড ভাবে এই ডিজে তে। তাই অবিলম্বে বন্ধ করে দেওয়া হোক, এই সর্বনাশা শব্দ।