বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: উত্তরবঙ্গের বাড়াতে হবে সদস্য সংখ্যা, ঠিক তেমনি নির্দেশে এসেছে দিল্লি থেকে। তাই আর দেরি করে নি সাংসদ রাজু বিস্ত। তিনি নিজে এই দায়িত্ব নিয়েছেন, সম্প্রতি শিলিগুড়িতে , মাড়োয়ারি ভবনে এক অনুষ্ঠানে, রাজু বিস্ত নিজের অনুগামীদের নিয়ে সদস্য সংগ্রহ অভিযান শুরু করলেন।
রাজু বিস্ত জানালেন বিধানসভা নির্বাচনের আগে আমাদের নিজেদের যতটা পারা যায় শক্তিশালী করে তুলতে হবে, সেই কারণে সংগঠনকে আমার মজবুত করা একান্তই প্রয়োজন। আজকে যারা সদস্য পদ দিলেন, আগামী দিনে তারা বিজেপির সক্রিয় সদস্য হিসেবে কাজ শুরু করবেন। বাংলায় বিজেপি আসছে , সেটা শুধু সময়ের অপেক্ষা। সব চাইতে আগে দরকার সদস্য পাদ গ্রহন করানো। আরে আমরা আগামী দিনে এগিয়ে যেতে পারবো। এদিন রাজুর বিস্তার সাথে উপস্থিত ছিলেন, দার্জিলিং এবং শিলিগুড়ি জেলার সমস্ত বিজেপি নেতৃবৃন্দ।