বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: দুর্গাপূজোয় নিজের দলের কর্মী নিত্যানন্দ পালের বাড়ি থেকে দুঃস্থদের মধ্য বস্ত্র বিতরণ করলেন বিধায়ক শংকর ঘোষ। নিত্যানন্দ পালের বাড়ি থেকেই শিলিগুড়ি ৩৮ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করলেন বিধায়ক নিজেই।
তিনি জানালেন আমাদের দায়িত্ব এবং কর্তব্য কখনোই ভুলে যায় না আমরা, তাই যখন দুর্গাপূজা এসে গেল তখন আমাদের দায়িত্ব ও কর্তব্য থাকে সাধারণ মানুষের জন্য কিছু করা। কারণ পুজো এসে গেলেও প্রত্যেক মানুষের ইচ্ছে পূরণ হয় না। আর সেই ইচ্ছে পূরণের জন্য আমাদের দায়িত্ব নিতে হয়। তাই আজকের দিনটিতে এই কাজটা আমাদের করতেই হল। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, পূজোয় নিজের পরিবারের সাথে ঘুরে আনন্দ করুন আপাতত এই কামনা করি। এদিন প্রায় ১০০ জনের হাতে বস্ত্র তুলে দেন বিধায়ক নিজে। বলেন নিত্যানন্দ বাবু একজন হাত এবং সফল মানুষ, তিনি ইচ্ছায় প্রকাশ করেছিলেন দুঃস্থদের বস্ত্র বিচরণ করার জন্য, আর সেই ইচ্ছেকে কে পূরণ করতে গিয়ে আমাদের এখানে আজকে উপস্থিত থাকা। সবার দীর্ঘ জীবন কামনা করি সবাই সুস্থ থাকুন এবং সবার মঙ্গল হোক। জানালেন বিধায়ক শংকর ঘোষ।