বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:আজ শিলিগুড়িতে, পূজা উপলক্ষে বস্ত্র বিতরণ করলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। আজ শিলিগুড়ি ৪৭ নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মী এবং বিধায়ক এর উদ্যোগে এক বস্ত্র বিতরণী অনুষ্ঠান এর আয়োজন করা হয়।
বিধায়ক নিজে মোট ৫০ জন দুস্থদের হাতে বস্ত্র তুলে দেন। এদিন বিধায়ক জানান পুজো আসছে, আর পুজো সবার গরিব বড়লোক সবার। পুজোতে আমার প্রতিবার ইচ্ছা থাকে ও সরল সাধারণ দুস্থ মানুষদের জন্য কিছু করার। আজ থেকে শুরু করলাম এই বস্ত্র বিতরণ, আগামী কয়েক দিন শিলিগুড়ি বিভিন্ন ওয়ার্ডে গিয়ে আমি বস্ত্র বিতরণ করব। কারণ অসহায় দুস্থদের মাঝে নিজেকে দাঁড়িয়ে থাকতে সত্যিই একটা আলাদা অনুভূতি জাগে। সবাই তার সন্তানকে সুস্থ সাবলীল জীবন দিতে চায়, অনেকে পারে অনেকে পারে না। কিন্তু সব বাবা মায়েরই তো ইচ্ছা থাকে। তাদের ছেলেমেয়েকে ভালোভাবে মানুষ করার ভালো জামা কাপড় পরানো, তাদের দুঃখ আমি বুঝি। আর মা আসছেন মা চান সবার সন্তান যেন ভালোভাবে থাকে। তাই আজকে এই বস্ত্র বিতরণী অনুষ্ঠানের আয়োজন। আমি মায়ের কাছে প্রার্থনা করি সবাই সুস্থ থাকুক ভালো থাকুক, সবাই নিজের পরিবার নিয়ে আনন্দে সময় কাটাক। এটাই আমার ইচ্ছে।