বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: একের পর এক গন্ডগোল পুলিশের সঙ্গে। পুলিশ কিছুতেই ধর্মতলায় তাদের অনশন আন্দোলনের অনুমতি দেবে না, আর তারাও বসবে। শেষ পাওয়া খবর অনুযায়ী শেষ পর্যন্ত পুলিশের অনুমতি ছাড়াই ৬ জন জুনিয়ার ডাক্তার প্রাথমিক পর্বে আনশনে বসেছেন।

 

যদিও প্রথম পর্বের আনশনে আর জি করের কোনো ডাক্তার নেই। যারা আছে, তারা হলেন – ১) অর্ণব মুখোপাধ্যায়, এসএসকেএম-নেফরো বিভাগ, পিডিটি ২) অনুষ্টুপ মুখোপাধ্যায়, এন্ডোক্রিনোলজি, প্রথম বর্ষ ৩) সায়ন্তনী ঘোষ হাজরা, প্যাথলজি, পিজিটি, কেপিসি কলেজ ৪)পুলস্ত্য আচার্য্য, প্রথম বর্ষ, অ্যানাস্থেশিয়া বিভাগ, এনআরএস ৫)তনয়া পাঁজা, এসআর, ইএনটি, এমসিকে ৬)স্নিগ্ধ হাজরা, রেডিয়ো থেরাপি এসআর, এমসিকে।

পুজোর আগে ধর্মতলায় এই অবস্থান নিয়ে আপত্তি জানিয়েছে পুলিশ। তীব্র আক্রমন করেছে কুনাল ঘোষ। এমন কি তাদের পরোক্ষভাবে সিপিএমের দালাল বলতেও ছাড়েন নি সেই কুনাল ঘোষ, যিনি এক সময় বলেছিলেন, সারদা থেকে সবচেয়ে বেশি সুবিধা নিয়েছেন মমতা ব্যানার্জী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *