বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: উত্তরবঙ্গের প্রাকৃতিক দুর্যোগ খতিয়ে দেখতে আজ উত্তরবঙ্গে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ উত্তর কন্যায় প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে পাহাড় অভিমুখে রওনা দেওয়ার কথা তার।

 

সেখানে কিছু গুরুত্বপূর্ণ বৈঠক সারবেন মুখ্যমন্ত্রী। জানা গেছে পাহাড়ে বর্তমানে তৃণমূলের পরিস্থিতি নিয়ে দলীয় নেতাদের সাথে আলোচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের সাম্প্রতিক লোকসভা ফলাফলে একেবারে খুশি নন মুখ্যমন্ত্রী, বেশ কিছু নেতার বিরুদ্ধে ব্যবস্থাও নিতে পারেন তিনি। তবে সবকিছু এখনই খোলামেলায় বলা যাচ্ছে না। পাহাড় থেকে মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি যাবেন, সেখানেও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তার কলকাতা ফিরে যাওয়ার কথা। এদিকে মুখ্যমন্ত্রী আসার খবরে গতকাল থেকে প্রস্তুতি শুরু হয়ে গেছে উত্তরকন্যায়, প্রশাসনিক বৈঠকে কে কে আসবেন এবং মুখ্যমন্ত্রী কি নির্দেশ দেবেন আপাতত সেটা দেখারই অপেক্ষায় সাধারণ মানুষ। এবং রাজনৈতিক মহল। সাম্প্রতিক উত্তর বঙ্গের বিপর্যয়ে চিন্তিত মুখ্যমন্ত্রী কি সিদ্ধান্ত নেন উত্তরবঙ্গের ব্যাপারে সেটাও দেখার জন্য উদগ্রীব রাজনৈতিক মহল। আজকে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে কে কে উপস্থিত থাকবেন সেই খবর এখনো পাওয়া যায়নি। তবে জানা গেছে সাম্প্রতিক লোকসভা নির্বাচনের ফলাফল মুখ্যমন্ত্রীকে অনেকটাই আসাহত করে দিয়েছে। কিছু পরিবর্তন মুখ্যমন্ত্রী আনলেও আনতে পারেন, তবে সবকিছুই নির্ভর করছে মুখ্যমন্ত্রীর উত্তর কন্যাকে প্রশাসনিক বৈঠকের পরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *