বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক : ভারতীয় সেনা আজ ১৯৮-তম গানার্স ডে পালন করছে। ১৮২৭ সালে আজকের দিনেই ফাইভ বম্বে মাউন্টেন ব্যাটারি নামে ভারতের প্রথম আরটিলারি ইউনিট গঠিত হয়।
সেই দিনটির স্মরণে গানার্স ডে পালিত হয়ে থাকে। আকাশবাণীর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে আটিলারির মহা নির্দেশক লেফটেন্যান্ট জেনারেল আদোস কুমার জানান, আত্ম নির্ভর ভারত ভাবনার ওপর ভিত্তি করে আরটিলারি রেজিমেন্টের আধুনিকীকরণের কাজ চলছে। প্রযুক্তিগত ভাবে আরও উন্নত বাহিনী তৈরি করার লক্ষ্য নেওয়া হয়েছে।