বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:মুখ্যমন্ত্রী বলে কথা!স্বাভাবিক কারণেই তাঁর নিরাপত্তা পুলিশ কর্মীদের কাছে সবচেয়ে প্রাধান্য পাবে। কিন্তু সে কথা তাঁর দলের মানুষেরাই বোঝে না বলেই মঙ্গলবার তৈরী হলো এক ‘ব্রাউন খাম’ এপিসোড। মঙ্গলবার বীরভূমে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে ফেরার পথে হঠাৎই ঘটল একটি অদ্ভুত কাণ্ড। মুখ্যমন্ত্রী যখন ডানকুনি টোল প্লাজা ক্রশ করে যাচ্ছিলেন। আচমকাই এলাকার তৃণমূল কাউন্সিলর ছুটে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের সামনে। আর যায় কোথায়! ছুটে আসে পুলিশ কর্মীরা! চলে এক প্রস্থ বাদানুবাদ।
মঙ্গলবার বিকেলে যখন ডানকুনি প্লাজার কাছে প্রায় এসে পড়েছে মুখ্যমন্ত্রীর গাড়ি তখন আইএনটিটিইউসি-র কর্মীরা পতাকা হাতে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। আচমকা ডানকুনি পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শুভজিৎ গঙ্গোপাধ্যায় একটি ব্রাউন খমা হাতে মমতার গাড়ির সামনে এগিয়ে যান। ওদিকে তখন চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগীর নেতৃত্বে মুখ্যমন্ত্রীর কনভয়কে রাস্তা করে দিচ্ছিলেন পুলিশ কর্মীরা। তখনই শুভজিৎ এই কাণ্ড ঘটানোয় কার্যত ক্ষুব্ধ হন পুলিশ কমিশনার। তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “ম্যাডামের নিরাপত্তার থেকেও আপনার খাম দেওয়া জরুরি?”খবরে প্রকাশ তাঁকে থানায় দেখা করতে বলা হয়েছে। তবে ওই বিষয়টাকে ততটা গুরুত্ব দিতে চান নি ওই নেতা। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর কাছে একটা আন্ডার পাসের দাবি সনদ দিতে গিয়েছিলেন তিনি।