বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:বীরভূমের বেতাজ বাদশা, তৃণমূলের অন্যতম ভরসা অনুব্রত মন্ডল প্রায় ২বছর পরে ফিরলেন নিজের বাড়িতে। ২০২২ সালের সেপ্টেম্বর মাস। তখন সিবিআইয়ের হাতে ‘বন্দি’ অনুব্রত।

 

কলকাতায় নেতাজি ইন্ডোরে তৃণমূলের সমাবেশ থেকে বীরভূমের নেতাদের উঠে দাঁড়াতে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বার্তা দিয়েছিলেন, “কেষ্ট যতদিন ফিরে না আসছে, লড়াই আরও তিনগুণ বাড়বে। বীরের সম্মান দিয়ে কেষ্টকে জেল থেকে বের করে আনতে হবে। এই মানসিকতা নিয়ে তৈরি থাকুন।” সত্যিই মঙ্গলবার সকালে দমদম বিমান বন্দরে নামতেই বিশাল পুলিশ বাহিনী সাদরে গ্রহণ করলেন অনুব্রতকে। তারপরে সড়ক পথে মেয়েকে নিয়ে রওনা দেন বীরভূমের দিকে।

প্রায় ২ বছর গোরু পাচার কাণ্ডে জেলবন্দি অনুব্রতকে স্বাগত জানানোর জন্য রাস্তার দু’ধারে ব্যাপক কর্মীদের ভিড়। বর্ধমানের শক্তিগড়ে গাড়ি ঢুকতেই রাস্তার ধারে তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় নজরে আসতে থাকে। অনুব্রতকে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন তাঁরা। বর্ধমান পেরিয়ে বোলপুর যাওয়ার পথে তালিতে রেলগেটে কেষ্ট মণ্ডলের গাড়ি পৌঁছতেই উচ্ছ্বাস ছিল দেখার মতো। রেলগেট বন্ধ থাকায় বেশ কিছুক্ষণ আটকেছিল অনুব্রত মণ্ডলের গাড়ি। আর তখনই সাংবাদিকরা ছুটে যায় তার দিকে। তিনি জানান, শরীর ভাল নেই। বলেন, “পায়ে বেদনা, কোমরে বেদনা। আইনকে সম্মান করি। মানুষের জন্য আছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *