বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:মহাভারতে ‘১৮’ সংখ্যা তত্ত্ব – এক অদ্ভুত রহস্যে ঘেরা
‘
মহাভারত’ এমন এক মহাকাব্য যার প্রতি অংশে আছে নানা প্রশ্ন ও রহস্য। এমন অনেক আমীমাংসিত রহস্য নিয়ে মানুষ এখনো আশ্চর্য হয়ে যায়। সেই আশ্চর্য রহস্যের মধ্যে আছে – ‘১৮ সংখ্যা তত্ত্ব’। কি সেই ১৮?
১)সবার প্রথমে জানা দরকার, মহাভারতে মোট পর্ব রয়েছে ১৮টি।
২) আর মহাভারতের সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায় শ্রমদ্ভগবদগীতা,তাতেও রয়েছে ১৮টি অধ্যায়
৩) কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরব পক্ষে সৌন্য ছিল ১১ অক্ষৌহিণী আর পাণ্ডব পক্ষে সৈন্য ছিল ৭ অক্ষৌহিণী। অর্থাৎ কুরুক্ষেত্র যুদ্ধে মোট সৈন্য ছিল সমান ১৮ অক্ষৌহিণী।
৪) কুরুক্ষেত্র যুদ্ধে ভীষ্ম যুদ্ধে করেছিলেন ৯ দিন। এই ৯ সংখ্যাটিও ১৮-র অর্ধেক। ৯দিন অপরাজেয় যুদ্ধের পর ৯ দিন তিনি শরশয্যায় ছিলেন। মোট ১৮ দিন।
৫) মহাভারতের মহাসংগ্রামে প্রত্যোক অক্ষৌহিণী সেনাতে রথ থাকত ২১৮৭০টি, হাতি থাকত ২১৮৭০টি, অশ্বারোধী যোদ্ধা থাকত ৬৫৬১০টি, তাদের সঙ্গে সেনা থাকত ১০৯৩৫০ জন। এখানে আশ্চর্যের বিষয় হল এই সব সংখ্যায় প্রত্যেকটির অঙ্কগুলি যোগ করলে হবে ১৮।
৬) কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে মোট ১৮ জন যোদ্ধা জীবিত ছিলেন। যার পধ্যে কৌরব পক্ষে মোট ৩ জন এবং পাণ্ডব পক্ষে ১৫ জন। মহাভারতের যুদ্ধে শেষে পাণ্ডবরা হস্তিনাপুরে রাজত্ব করেছিলেন ৩৬ বছর। ৩৬ সংখ্যাটি আবার ১৮-র দ্বিগুণ।
মহাভারতের এই ১৮ সংখ্যা রহস্য কিন্তু থেকেই গেছে।