বেঙ্গল ওয়াচ ডিজিটাল ডেস্কঃ ডাকাতরা ৭০০ বছর আগে দেখুড়িয়া গ্রামের ভট্টাচার্য পরিবারের কালীপুজো শুরু করেছিল,এর পাশেই আর এক গ্রাম উদয়পুর এখানেও বন্দোপাধ্যায় পরিবার ডাকাতদের প্রতিষ্ঠিত কয়েকশো বছর আগের দক্ষিনাকালীর পুজো করে আসছে।
শোনাযায় সাধক বামাখ্যাপা নিজের আটলা গ্রামের পুজো ছেড়ে এই দুটি গ্রামের মন্দিরে আসতেন।এই দুই গ্রামে কালি পুজোর সময় সারা রাজ্যের লোক আসেন।