গৌরনাথ চক্রবর্ত্তী,পূর্ব-বর্ধমানঃ ৬৪ তম ন্যাশনাল স্কুল লেভেল অনূর্ধ্ব ১৯ বালক বিভাগের ক্রিকেট চ্যাম্পিয়ন শিপ ২০১৮ অনুষ্ঠিত হচ্ছে ভারতবর্ষের জম্মুতে। মোট ৩০ টি টিম অংশগ্রহণ করেছে।
বিভিন্ন রাজ্য ছাড়াও কেন্দ্রশাসিত অঞ্চল এবং বিভিন্ন এডুকেশনাল বোর্ড এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। পশ্চিমবঙ্গের সাথে প্রথম ম্যাচ ছিল পুদুচেরি। পুদুচেরি না আসায় ওয়াকওভার পেয়ে বাংলা সেকেণ্ড রাউন্ডে কোয়ালিফাই করেছে। মোট ৩০টি টিমকে ৮ টি বিভাগে ভাগ করা হয়েছে।
আটটি বিভাগ থেকে গ্রুপ উইনার্স এবং রানার্স দুটি করে টিম নিয়ে মোট ১৬ টি টিম সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করবে। সেকেন্ড রাউন্ড থেকে নকআউট পর্যায় এর খেলা হবে। বাংলার দ্বিতীয় ম্যাচ ২২ তারিখে দিল্লির বিরুদ্ধে।
বাংলার ছেলেরা খুবই আশাবাদী ও মনোবল তুঙ্গে দিল্লির বিরুদ্ধে ম্যাচ জয়লাভ করার জন্য। বর্ধমানের শ্যামসুন্দর রামলাল আদর্শ বিদ্যালয়ের শারীর শিক্ষক তথা অনূর্ধ্ব ১৯ বাংলা টিমের কোচ সুরজিৎ চ্যাটার্জী এবং ম্যানেজার সৌমেন দাস এই খবরটি জানান।