নিজস্ব প্রতিনিধি : সোমবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তরর্গত ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুরের বিজলিমনি এলাকায় দুর্ঘটনা কবলে ছয় জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। আহতদের নাম অরুনা তির্কি (১৭),সাধনা তির্কি (২০),অনুষ্কা খেরবার (১৮) ,বান্দনা এক্কা(২০) ,অলিভা টপ্পো (১৮) নিকিতা চপ্পো। ছ’জনই সেন্ট মেরি গার্লস স্কুলের ছাত্রী।
জানা গিয়েছে এদিন তারা গাড়ি করে মাদাতি হাইস্কুলে পরীক্ষা দিতে যাচ্ছিল। ঠিক সেই সময় তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি অন্য গাড়িকে সজোরে ধাক্কা মারে। এবং এই ঘটনায় আহত হন ছ’জন ছাত্রী। লরির চালক পলাতক ।
এরপর স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে গয়াগঙ্গার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। এবং এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিধাননগর ও ঘোষপুকুর থানার পুলিশ। এরপর আহত ছয় ছাত্রী হাসপাতালে বসেই পরীক্ষা দেন। যদিও আহতদের অতিরিক্ত সময় দেওয়া হয়।