নিজস্ব প্রতিনিধি, বীরভূমঃ একটি ধান বোঝাই ট্রাকের সঙ্গে ডাম্পারের মুখোমুখি ধাক্কায় মৃত্যু হল ৬ জনের। আহত হয়েছেন আরও ৮ জন। আজ সকালে ঘটনাটি ঘটেছে সিউড়ির তরুলিয়া মোড়ে।
খবর পেয়ে দুবরাজপুর ও সিউড়ি থানার পুলিশ গিয়ে আহতদের সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করে ও মৃতদেহ গুলি ময়নাতদন্তের জন্য পাঠায়।বর্ধমান জেলার আউশগ্রামের বেলেডাঙা গ্রাম থেকে ধান বোঝাই করে একটি ট্রাক সিউড়ির দিকে যাচ্ছিল। ট্রাকের চালক সহ ১৪ জন ছিলেন।
তরুলিয়া মোড়ের কাছে সামনে থেকে একটি বালি বোঝাই ডাম্পার দ্রুতগতিতে আসতে থাকে। নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি ধাক্কা লাগে ধান বোঝাই ট্রাকের সঙ্গে। ঘটনাস্থানেই পাঁচজনের মৃত্যু হয়।