নিজস্ব প্রতিনিধি: লোকসভা নির্বাচনের প্রাক্বালে সোমবার রাতে নাগরাকাটা ব্লকের লুকসান গ্রাম পঞ্চায়েতের পাচজন তৃণমূল পঞ্চায়েত সদস্য বিজেপিতে যোগ দিয়েছেন।

এ ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। দল বদলের এই অনুষ্ঠানটি বিজেপির নাগরাকাটার সদরদপ্তরে হয়েছে। এই পাঁচজনের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির জলপাইগুড়ি জেলার সহসভাপতি মনোজ ভুজেল। যাঁরা তৃনমুল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন তাঁরা হলেন কৈলাস সুব্বা,সীতা মাঝি, অনুপ মাঝি, গুলসন উরাও,বাবলি এক্কা।

এদিনের এই অনুষ্ঠানে মনোজ বাবু ছাড়াও ছিলেন, অরুন ওয়াইবা,রাজেশ গুপ্তা সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই গ্রাম পঞ্চায়েতের মোট আসন ২৭টি। এর মধ্যে তৃনমুল পায় ১৭টি আসন, ৭টি বিজেপি, সিপিএম ৩টি। সেই সময়তেই বিজেপির পাঁচজন তৃনমুলে যোগ দিয়েছিল।

এদিকে তৃনমুল কংগ্রেসের নেতৃত্ব জানিয়েছেন ওই পাঁচজন বিজেপিতে যোগ দিলেও তাঁদের সংগঠনে কোনও প্রভাব ফেলবে না। যারা তৃনমুল থেকে বিজেপিতে যোগ দিয়েছে তাদের নাম কৈলাস সুব্বা,সীতা মাঝি, অনুপ মাঝি, গুলসন উরাও,বাবলি এক্কা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here